Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World Vegan Day: মাছ-মাংস বাদ তো বটেই, দুগ্ধজাত খাদ্যদ্রব্যতেও ‘না’ যে সব সেলেবের

আজ ওয়ার্ল্ড ভেগান ডে। ভেগানরা মাছ মাংস তো বটেই, দুগ্ধজাত খাদ্যদ্রব্যও না তাঁদের। চামড়ার ব্যাগ-জুতো ব্যবহারেও নিষেধ তাঁদের। চিনে নিন বলিউডের বেশ কিছু সেলেবদের যারা অনুসরণ করেন ভেগানিজম।

| Edited By: | Updated on: Nov 01, 2021 | 8:53 PM
আজ ওয়ার্ল্ড ভেগান ডে। ভেগানরা মাছ মাংস তো বটেই, দুগ্ধজাত খাদ্যদ্রব্যও না তাঁদের। চামড়ার ব্যাগ-জুতো ব্যবহারেও নিষেধ তাঁদের। চিনে নিন বলিউডের বেশ কিছু সেলেবদের যারা অনুসরণ করেন ভেগানিজম।

আজ ওয়ার্ল্ড ভেগান ডে। ভেগানরা মাছ মাংস তো বটেই, দুগ্ধজাত খাদ্যদ্রব্যও না তাঁদের। চামড়ার ব্যাগ-জুতো ব্যবহারেও নিষেধ তাঁদের। চিনে নিন বলিউডের বেশ কিছু সেলেবদের যারা অনুসরণ করেন ভেগানিজম।

1 / 6
২০১৫ সালে ভেগানিজম অনুসরণ করতে শুরু করেন আমির খান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, প্রাক্তন স্ত্রী কিরণের দেখানো এক ভিডিয়োর পরেই এমন সিদ্ধান্ত নেন তিনি। কী ছিল সেই ভিডিয়োতে? আমির জানিয়েছিলেন অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে কীভাবে নানা রোগব্যাধির সৃষ্টি হতে পারে।

২০১৫ সালে ভেগানিজম অনুসরণ করতে শুরু করেন আমির খান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, প্রাক্তন স্ত্রী কিরণের দেখানো এক ভিডিয়োর পরেই এমন সিদ্ধান্ত নেন তিনি। কী ছিল সেই ভিডিয়োতে? আমির জানিয়েছিলেন অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে কীভাবে নানা রোগব্যাধির সৃষ্টি হতে পারে।

2 / 6
কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত

3 / 6
২০১৮ সালে পেটার 'পারসন অব দ্য ইয়ার' হয়েছিলেন সোনম। তিনিও ভেগানিজমের অনুসারী। নিজের ফ্যাশন ব্র্যান্ডের হ্যান্ডব্যাগেও পশুর চামড়া দিয়ে তৈরি ব্যাগ রাখেন না তিনি।

২০১৮ সালে পেটার 'পারসন অব দ্য ইয়ার' হয়েছিলেন সোনম। তিনিও ভেগানিজমের অনুসারী। নিজের ফ্যাশন ব্র্যান্ডের হ্যান্ডব্যাগেও পশুর চামড়া দিয়ে তৈরি ব্যাগ রাখেন না তিনি।

4 / 6
শমিতা শেট্টিও যে ভেগান বিগবস অনুসরণ করলে তা আপনি নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছেন।

শমিতা শেট্টিও যে ভেগান বিগবস অনুসরণ করলে তা আপনি নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছেন।

5 / 6
জ্যাকলিন ফার্নান্ডেজ

জ্যাকলিন ফার্নান্ডেজ

6 / 6
Follow Us: