এই মুহূর্তে বলির অন্দরে একটাই টপিক, তা হল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের গ্র্যান্ড ওয়েডিং। ইতিমধ্যেই জয়পুরে হাজির হয়েছেন ভিকি ও ক্যাটের পরিবার। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যেই তাঁদের বিয়ে নিয়ে সামনে আসছে একের পর এক তথ্য।
সিক্স সেন্স প্রাসাদ অর্থাৎ যেখানে বসতে চলেছে ভিক্যাটের বিয়ের আসর তা ইতিমধ্যেই সাজানো হয়েছে নিখুঁত দক্ষতায়।
শোনা যাচ্ছে, বিদেশ থেকে এসে গিয়েছে ঝাড়বাতি। বিয়ের মন্ডপ নাকি সাজানো হবে কাচ দিয়ে। ঠিক যেন গোলকধাঁধা। কাচের আধিপত্যে আপনার চোখে ঝিলমিল লেগে যেতেই পারে।
ইতিমধ্যেই আমন্ত্রিতদের দেওয়া হয়ে গিয়েছে বিশেষ ধরনের কোড। সুতরাং কোন ঘরে কোন অতিথি থাকছেন তা টের পাওয়া মুশকিল।
শোনা যাচ্ছে, সাদা ঘোড়ায় চেপে নাকি বিয়ে করতে আসবেন ভিকি, ক্যাটরিনার জন্য ব্যবস্থা করা হয়েছে এক বিশেষ ধরনের মেহেন্দির।
সব মিলিয়ে বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে ভিক্যাট যে কোনও ফাঁক রাখতে নারাজ, তা টের পাওয়াই যায়।