Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vicky Katrina Marriage secret: বিয়ের আসরে জুতো চুরি, একটাকাও না দিয়ে কীভাবে ফেরত পেলেন ভিকি

Katrina Kaif: ঠিক কি ঘটে এ দিন! কাটরিনা কাইফের বোনেরা আর পাঁচটা বিয়ের বাড়ির মতোই দিদির বিয়েতে হাজার একটা পরিকল্পনা করে। যার মধ্যে একটি হল জামাইবাবুর জুতো চুরি।

| Edited By: | Updated on: Dec 28, 2022 | 5:37 PM
এক বছর পর নিজের বিয়ের গোপন কাহিনি শেয়ার করলেন ভিকি কৌশল। বিয়ে মানেই খরচ তুঙ্গে। সঙ্গে পরিবারের সকলের আবদার রাখতেও বেশকিছুটা ব্যয় হয়। ভিকি কৌশল ও ক্যাটরিনা ক্যাইফের বিয়ে বিটাউনের অন্যতম আকর্ষণ ছিল ২০২১ সালে।

এক বছর পর নিজের বিয়ের গোপন কাহিনি শেয়ার করলেন ভিকি কৌশল। বিয়ে মানেই খরচ তুঙ্গে। সঙ্গে পরিবারের সকলের আবদার রাখতেও বেশকিছুটা ব্যয় হয়। ভিকি কৌশল ও ক্যাটরিনা ক্যাইফের বিয়ে বিটাউনের অন্যতম আকর্ষণ ছিল ২০২১ সালে।

1 / 6
প্রথম থেকেই রাখঢাক ছিল এই বিয়ে ঘিরে চুরান্ত। তাই বলে ভিকি কৌশলের মুখ বন্ধ রাখা সম্ভব নয়, আড্ডার আসরে ফাঁস করলেন বাসর ঘরের অন্দরমহলের কাহিনি।

প্রথম থেকেই রাখঢাক ছিল এই বিয়ে ঘিরে চুরান্ত। তাই বলে ভিকি কৌশলের মুখ বন্ধ রাখা সম্ভব নয়, আড্ডার আসরে ফাঁস করলেন বাসর ঘরের অন্দরমহলের কাহিনি।

2 / 6
ভিকি এদিন জানান, জুতো চুরি করার ক্যাটরিনার কাছে ভীষণ বকুনি খেতে হয় তাঁর শালিকাদের। একপয়সা না দিয়েই জুতো ফেরত পেয়েছিলেন তিনি কেবল ক্যাটের জন্যই।

ভিকি এদিন জানান, জুতো চুরি করার ক্যাটরিনার কাছে ভীষণ বকুনি খেতে হয় তাঁর শালিকাদের। একপয়সা না দিয়েই জুতো ফেরত পেয়েছিলেন তিনি কেবল ক্যাটের জন্যই।

3 / 6
প্রথম থেকেই রাগ ঢাকের মধ্যে করা নিরাপত্তাই মুড়িয়ে ফেলা হয়েছিল। ফলে এমন কোন খবর সামনে আসতে দেখা যায়নি। বিয়ের স্মৃতিতে তেমন কি কোন মজার কান্ডের ছিল না, তা কি হয়! বাসর রাতে কীভাবে কাটরিনা কাইফ তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

প্রথম থেকেই রাগ ঢাকের মধ্যে করা নিরাপত্তাই মুড়িয়ে ফেলা হয়েছিল। ফলে এমন কোন খবর সামনে আসতে দেখা যায়নি। বিয়ের স্মৃতিতে তেমন কি কোন মজার কান্ডের ছিল না, তা কি হয়! বাসর রাতে কীভাবে কাটরিনা কাইফ তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

4 / 6
ঠিক কি ঘটে এ দিন! কাটরিনা কাইফের বোনেরা আর পাঁচটা বিয়ের বাড়ির মতোই দিদির বিয়েতে হাজার একটা পরিকল্পনা করে। যার মধ্যে একটি হল জামাইবাবুর জুতো চুরি। এই রীতি প্রায় অনেক সম্প্রদায়ের মধ্যেই কম বেশি দেখা যায়।

ঠিক কি ঘটে এ দিন! কাটরিনা কাইফের বোনেরা আর পাঁচটা বিয়ের বাড়ির মতোই দিদির বিয়েতে হাজার একটা পরিকল্পনা করে। যার মধ্যে একটি হল জামাইবাবুর জুতো চুরি। এই রীতি প্রায় অনেক সম্প্রদায়ের মধ্যেই কম বেশি দেখা যায়।

5 / 6
কাটরিনা বিয়েতেও তাই ব্যতিক্রম হয়নি। ফলে বিয়ের পর ভিকি কৌশল যখন ক্যাটের হাত ধরে বেরন তখন দেখেন তাঁর জুতো নেই। এরপরই রণমূর্তী ধরের ক্যাটরিনা। ফলে ভিকিকে দিতে হয়নি একপয়সাও।

কাটরিনা বিয়েতেও তাই ব্যতিক্রম হয়নি। ফলে বিয়ের পর ভিকি কৌশল যখন ক্যাটের হাত ধরে বেরন তখন দেখেন তাঁর জুতো নেই। এরপরই রণমূর্তী ধরের ক্যাটরিনা। ফলে ভিকিকে দিতে হয়নি একপয়সাও।

6 / 6
Follow Us: