Virat Kohli: ব্যর্থতা মুছে আবার সম্রাট বিরাট
দুবাইতে রবিরাতে পাকিস্তানের (Paksitan) কাছে ৫ উইকেটে হেরেছে ভারত (India)। শাদাব-নাসিমদের বিরুদ্ধে জ্বলে উঠল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। সমালোচকদের মুখ দিয়ে নয়, ব্যাট দিয়ে জবাব দিলেন কোহলি। বাবরদের বিরুদ্ধে ৪৪ বলে ৬০ রান করে গেলেন ভিকে। এত দিন রান না পাওয়ার ব্যর্থতা মুছে ফের সম্রাটের আসনে ফিরলেন বিরাট।
Most Read Stories