T20 world cup: এবারই হয়তো শেষ টি-২০ বিশ্বকাপ খেলবেন যাঁরা

অস্ট্রেলিয়ায় মাটিতে চলতি বছরে টি-২০ বিশ্বকাপ। ১৬ অক্টোবর থেকে কাপ যুদ্ধে নেমে পড়বে বিশ্বে সেরা ক্রিকেট খেলিয়ে দেশগুলি। ভারতীয় দলের এমন বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছেন যাঁরা হয়তো চলতি বছরে শেষবার টি-২০ বিশ্বকাপ খেলবেন। তালিকায় রয়েছেন বিরাট কোহলি থেকে ভুবনেশ্বর কুমার। ১৫ বছর পর ফের একবার দেশকে টি-২০ বিশ্বকাপ জেতাতে নিজেদের সেরাটা উজাড় করে দেবেন।

| Edited By: | Updated on: Oct 02, 2022 | 7:00 AM
অস্ট্রেলিয়ায় মাটিতে চলতি বছরে টি-২০ বিশ্বকাপ। ১৬ অক্টোবর থেকে কাপ যুদ্ধে নেমে পড়বে বিশ্বে সেরা ক্রিকেট খেলিয়ে দেশগুলি। ভারতীয় দলের এমন বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছেন যাঁরা হয়তো চলতি বছরে শেষবার টি-২০ বিশ্বকাপ খেলবেন। তালিকায় রয়েছেন বিরাট কোহলি থেকে ভুবনেশ্বর কুমার। ১৫ বছর পর ফের একবার দেশকে টি-২০ বিশ্বকাপ জেতাতে নিজেদের সেরাটা উজাড় করে দেবেন।(ছবি:টুইটার)

অস্ট্রেলিয়ায় মাটিতে চলতি বছরে টি-২০ বিশ্বকাপ। ১৬ অক্টোবর থেকে কাপ যুদ্ধে নেমে পড়বে বিশ্বে সেরা ক্রিকেট খেলিয়ে দেশগুলি। ভারতীয় দলের এমন বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছেন যাঁরা হয়তো চলতি বছরে শেষবার টি-২০ বিশ্বকাপ খেলবেন। তালিকায় রয়েছেন বিরাট কোহলি থেকে ভুবনেশ্বর কুমার। ১৫ বছর পর ফের একবার দেশকে টি-২০ বিশ্বকাপ জেতাতে নিজেদের সেরাটা উজাড় করে দেবেন।(ছবি:টুইটার)

1 / 6
বিরাট কোহলি: আগামী মাসে ৩৪ বছরে পা দেবেন বিরাট কোহলি। দলে কোহলির মতো ব্যাটার থাকা সত্ত্বেও ১৫ বছর ধরে অধরা টি-২০ বিশ্বকাপ। কোহলি নিজে কোনওদিন কুড়ি বিশের বিশ্বকাপ জেতেনি। নিজের নেতৃত্বে তো নয়ই, ধোনির ক্যাপ্টেন্সিতেও নয়। নেতৃত্বে ছেড়ে দিয়েছেন গতবছরই। ভারত চ্যাম্পিয়ন হলে তো কথাই নেই, এমনিতেও টি-২০ বিশ্বকাপের পর ক্ষুদ্রতম ফরম্যাট থেকে সরে দাঁড়াতে পারেন কোহলি।(ছবি:টুইটার)

বিরাট কোহলি: আগামী মাসে ৩৪ বছরে পা দেবেন বিরাট কোহলি। দলে কোহলির মতো ব্যাটার থাকা সত্ত্বেও ১৫ বছর ধরে অধরা টি-২০ বিশ্বকাপ। কোহলি নিজে কোনওদিন কুড়ি বিশের বিশ্বকাপ জেতেনি। নিজের নেতৃত্বে তো নয়ই, ধোনির ক্যাপ্টেন্সিতেও নয়। নেতৃত্বে ছেড়ে দিয়েছেন গতবছরই। ভারত চ্যাম্পিয়ন হলে তো কথাই নেই, এমনিতেও টি-২০ বিশ্বকাপের পর ক্ষুদ্রতম ফরম্যাট থেকে সরে দাঁড়াতে পারেন কোহলি।(ছবি:টুইটার)

2 / 6
রোহিত শর্মা: ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মার ব্যাট এশিয়া কাপে ভরসা দিয়েছিল। টি-২০ বিশ্বকাপেও রোহিতের ব্যাটে রানের ফুলঝুরির আশা। ৩৫ বছরের রোহিতের এটা শেষ টি-২০ বিশ্বকাপ হতেই পারে। ২০০৭ সালে টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণ জয়ী টিমের সদস্য ছিলেন রোহিত। এবার তাঁরই নেতৃত্বে খেলবে মেন ইন ব্লু।(ছবি:টুইটার)

রোহিত শর্মা: ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মার ব্যাট এশিয়া কাপে ভরসা দিয়েছিল। টি-২০ বিশ্বকাপেও রোহিতের ব্যাটে রানের ফুলঝুরির আশা। ৩৫ বছরের রোহিতের এটা শেষ টি-২০ বিশ্বকাপ হতেই পারে। ২০০৭ সালে টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণ জয়ী টিমের সদস্য ছিলেন রোহিত। এবার তাঁরই নেতৃত্বে খেলবে মেন ইন ব্লু।(ছবি:টুইটার)

3 / 6
দীনেশ কার্তিক: ৩৭ বছরের কার্তিক ভারতের টি-২০ বিশ্বকাপ টিমের সবচেয়ে অভিজ্ঞ সদস্য। তিন বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হয়েছে। স্বাভাবিকভাবেই ডিকের এটা শেষ টি-২০ বিশ্বকাপ হতে চলেছে। তিনিও ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। (ছবি:টুইটার)

দীনেশ কার্তিক: ৩৭ বছরের কার্তিক ভারতের টি-২০ বিশ্বকাপ টিমের সবচেয়ে অভিজ্ঞ সদস্য। তিন বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হয়েছে। স্বাভাবিকভাবেই ডিকের এটা শেষ টি-২০ বিশ্বকাপ হতে চলেছে। তিনিও ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। (ছবি:টুইটার)

4 / 6
রবিচন্দ্রন অশ্বিন: দলের অভিজ্ঞ অফস্পিনার দীর্ঘ সময় পর সাদা দলের ফরম্যাটে জাতীয় দলে কামব্যাক করেছেন। লাগাতার দুটি টি-২০ বিশ্বকাপে খেলবেন অশ্বিন। ৩৬ বছরের তামিল স্পিনার চাইবেন ব্যাটে-বলে টিমের জন্য উপযোগী হতে।(ছবি:টুইটার)

রবিচন্দ্রন অশ্বিন: দলের অভিজ্ঞ অফস্পিনার দীর্ঘ সময় পর সাদা দলের ফরম্যাটে জাতীয় দলে কামব্যাক করেছেন। লাগাতার দুটি টি-২০ বিশ্বকাপে খেলবেন অশ্বিন। ৩৬ বছরের তামিল স্পিনার চাইবেন ব্যাটে-বলে টিমের জন্য উপযোগী হতে।(ছবি:টুইটার)

5 / 6
ভুবনেশ্বর কুমার: দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভুবির কাঁধে পেস বিভাগের দায়িত্ব বর্তাবে। নতুন বলে ভুবি যতটা কার্যকরী, ডেথ ওভারে ততটাই খরুচে প্রমাণিত হয়েছেন। ৩২ বছরের ভুবির এটা শেষ টি-২০ বিশ্বকাপ বলে ধরে নেওয়াই যায়। (ছবি:টুইটার)

ভুবনেশ্বর কুমার: দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভুবির কাঁধে পেস বিভাগের দায়িত্ব বর্তাবে। নতুন বলে ভুবি যতটা কার্যকরী, ডেথ ওভারে ততটাই খরুচে প্রমাণিত হয়েছেন। ৩২ বছরের ভুবির এটা শেষ টি-২০ বিশ্বকাপ বলে ধরে নেওয়াই যায়। (ছবি:টুইটার)

6 / 6
Follow Us: