OTT 2023: এ বছর ওটিটি জুড়ে সিক্যুয়েলের ছড়াছড়ি, কবে কী আসছে? রইল বিস্তারিত
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jan 14, 2023 | 7:56 PM
OTT 2023: ২০২৩-এ বিগবস জুড়ে একগুচ্ছ সারপ্রাইজ। আসছে চমকে দেওয়া সব সিরিজ ও ওরিজিনাল ছবি। এর মধ্যে রয়েছে 'অসুর ২', 'মির্জাপুর ৩'সহ অন্যান্য। কবে কোথায় তা দেখা যাবে সেই তালিকাই রইল...
1 / 6
২০২৩-এ বিগবস জুড়ে একগুচ্ছ সারপ্রাইজ। আসছে চমকে দেওয়া সব সিরিজ ও ওরিজিনাল ছবি। এর মধ্যে রয়েছে 'অসুর ২', 'মির্জাপুর ৩'সহ অন্যান্য। কবে কোথায় তা দেখা যাবে সেই তালিকাই রইল...
2 / 6
অসুরের প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০২০ সালে। দ্বিতীয় সিজন আসছে এই বছরের মে'মাসে। অভিনয়ে আরশাদ ওয়ারশি, ঋদ্ধি ডোগরা, অনুপ্রিয়া গোয়েনকা সহ অন্যান্য।
3 / 6
অ্যামাজন প্রাইম ভিডিয়ো আসছে 'মির্জাপুর ৩'। এখনও মুক্তির তারিখ ঘোষিত হয়নি, তবে খুব বেশি দেরি নেই বলেই জানাচ্ছেন নির্মাতারা।
4 / 6
আসছে ফ্যামিলি ম্যান সিজন ৩-ও। শোনা যাচ্ছে রহস্যে ভরা এই সিরিজের তৃতীয় পর্ব নাকি উত্তর পূর্ব ভারতকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এই বছরে মুক্তি পাবে এই সিরিজও।
5 / 6
জোয়া আখতার ও রীমা কাগতি পরিচালিত সিরিজ 'মেড ইন হেভন'-এর দ্বিতীয় সিজন আসতে চলেছে এই বছরেই। দেখা যাবে অ্যামাজন প্রাইমে। শোনা যাচ্ছে এই বছরের মাঝামাঝি স্ট্রিম করবে এই সিরিজ।
6 / 6
আপনি যদি কোরিয়ান ড্রামার ভক্ত হন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। 'দ্য গ্লোরি ২' মুক্তি পাবে এই বছরেই। দেখা যাবে নেটফ্লিক্সে। মার্চ মাসে মুক্তি পাবে এই সিরিজটি।