Dating Advice: অভিনেতাকে ডেট করা নিয়ে কী বোনকে উপদেশ দিলেন

Janhvi Kapoor: জাহ্নবী কাপুর বরাবরই খোলামেলা প্রশ্নের উত্তর দিতে পিছপা হন না। এবারও তার ব্যতিক্রম ঘটল না। জাহ্নবীকে সরা সরি প্রশ্ন করা হয় ডেটিং নিয়ে।

| Edited By: | Updated on: Oct 20, 2022 | 9:11 AM
তিনি যা বলেন তাতে রঙ চরিয়ে আরও বাড়িয়ে বাড়িয়ে লেখা থাকে। যদিও নিজেই আবার জাহ্নবী বলেন, তিনি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। এখন আর এই বিষয়গুলো নিয়ে তিনি ভাবেন না। বর্তমানে ভাল কাজ করতে চান জাহ্নবী।

তিনি যা বলেন তাতে রঙ চরিয়ে আরও বাড়িয়ে বাড়িয়ে লেখা থাকে। যদিও নিজেই আবার জাহ্নবী বলেন, তিনি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। এখন আর এই বিষয়গুলো নিয়ে তিনি ভাবেন না। বর্তমানে ভাল কাজ করতে চান জাহ্নবী।

1 / 5
করণের হাত ধরেই বলিউডে পা রাখার ফলে প্রথম থেকেই নেপোটিজ়মের তকমা গায়ে লেগে যায় তাঁর। তা থেকে বেরনো এখন বেজায় কঠিন হয়ে দাঁড়িয়েছে জাহ্নবী কাপুরের জন্য।

করণের হাত ধরেই বলিউডে পা রাখার ফলে প্রথম থেকেই নেপোটিজ়মের তকমা গায়ে লেগে যায় তাঁর। তা থেকে বেরনো এখন বেজায় কঠিন হয়ে দাঁড়িয়েছে জাহ্নবী কাপুরের জন্য।

2 / 5
উল্টে বোন খুশি কাপুরকে দিলেন উপদেশ। তিনি যেন কখনও কোনও অভিনেতার সঙ্গে ডেটিং না করেন। এই দরমের মেয়েই নয় তাঁরা। স্পষ্টই উত্তরে জানিয়েছিলেন জাহ্নবী কাপুর।

উল্টে বোন খুশি কাপুরকে দিলেন উপদেশ। তিনি যেন কখনও কোনও অভিনেতার সঙ্গে ডেটিং না করেন। এই দরমের মেয়েই নয় তাঁরা। স্পষ্টই উত্তরে জানিয়েছিলেন জাহ্নবী কাপুর।

3 / 5
অভিনেতাকে ডেট করার পক্ষে নন তিনি। বরং অভিনয় জগতের বাইরে কাউকে মন দেওয়া যেতেই পারে। কথাটা বলার সময় মুচকি হাসেন জাহ্নবী কাপুর। যদিও খুশি কাপুরের জীবনে অন্য কেউ রয়েছেন কি না তার ইঙ্গিত মেলেনি।

অভিনেতাকে ডেট করার পক্ষে নন তিনি। বরং অভিনয় জগতের বাইরে কাউকে মন দেওয়া যেতেই পারে। কথাটা বলার সময় মুচকি হাসেন জাহ্নবী কাপুর। যদিও খুশি কাপুরের জীবনে অন্য কেউ রয়েছেন কি না তার ইঙ্গিত মেলেনি।

4 / 5
নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, এই মোড়ক ছেড়ে বেরনোটাই তাঁর জন্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি তিনি। অনেকেই মনে করেন, তিনি কেবল ক্ষমতার জোড়েই ছবির প্রস্তাব পেয়ে থাকেন। তাঁর পরিশ্রম অধরাই থেকে যাচ্ছে।

নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, এই মোড়ক ছেড়ে বেরনোটাই তাঁর জন্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি তিনি। অনেকেই মনে করেন, তিনি কেবল ক্ষমতার জোড়েই ছবির প্রস্তাব পেয়ে থাকেন। তাঁর পরিশ্রম অধরাই থেকে যাচ্ছে।

5 / 5
Follow Us: