Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চুমুতে ‘না’, শর্ত ভেঙে হৃত্বিকের ঠোঁটে ডুব দিয়ে বিতর্কে ঐশ্বর্য

Aishwarya Rai Bachchan Controversy: একবার এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন খোদ ঐশ্বর্য রাই বচ্চনের স্বামী অভিষেক বচ্চন। সকলকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই দৃশ্যে নিজেই ঐশ্বর্য অভিনয় করতে চান না। যদি তাই হয়, তবে এই ছবির ক্ষেত্রে কি কেবল হৃত্বিকের জন্যই ভাঙেন শর্ত? প্রশ্ন তুলেছিল নিন্দুকেরা।

| Updated on: Jan 11, 2024 | 7:00 PM
পর্দায় কোনও চুমুর দৃশ্যে দেখা যেত না ঐশ্বর্য রাই বচ্চনকে। কেন? তিনি কি এই ধরনের দৃশ্য থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন? প্রশ্ন উঠেছে একাধিকবার।

পর্দায় কোনও চুমুর দৃশ্যে দেখা যেত না ঐশ্বর্য রাই বচ্চনকে। কেন? তিনি কি এই ধরনের দৃশ্য থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন? প্রশ্ন উঠেছে একাধিকবার।

1 / 8
একবার এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন খোদ ঐশ্বর্য রাই বচ্চনের স্বামী অভিষেক বচ্চন। সকলকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই দৃশ্যে নিজেই ঐশ্বর্য অভিনয় করতে চান না।

একবার এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন খোদ ঐশ্বর্য রাই বচ্চনের স্বামী অভিষেক বচ্চন। সকলকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই দৃশ্যে নিজেই ঐশ্বর্য অভিনয় করতে চান না।

2 / 8
ঐশ্বর্য নাকি 'নো কিস পলিসি'তে রয়েছেন। অর্থাৎ তিনি পর্দায় চুমু খাবেন না। যদি তেমনটাই ঘটে থাকে তবে হৃত্বিকের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটল কেন?

ঐশ্বর্য নাকি 'নো কিস পলিসি'তে রয়েছেন। অর্থাৎ তিনি পর্দায় চুমু খাবেন না। যদি তেমনটাই ঘটে থাকে তবে হৃত্বিকের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটল কেন?

3 / 8
হৃত্বিক রোশন, বলিউডের অন্যতম হট অভিনেতা। যাঁকে নিয়ে বিভিন্ন মহলে জল্পনা থাকে তুঙ্গে। সেই হৃত্বিক রোশনের ঠোঁটেই ঠোঁট ডুবিয়েছিলেন ঐশ্বর্য।

হৃত্বিক রোশন, বলিউডের অন্যতম হট অভিনেতা। যাঁকে নিয়ে বিভিন্ন মহলে জল্পনা থাকে তুঙ্গে। সেই হৃত্বিক রোশনের ঠোঁটেই ঠোঁট ডুবিয়েছিলেন ঐশ্বর্য।

4 / 8
ছবির নাম ধুম ২। যে ছবিতে উপস্থিত ছিলেন ঐশ্বর্যের প্রেমিক অভিষেক ও। কিন্তু ছবির গল্প অনুযায়ী ঐশ্বর্যের প্রেমিক ছিলেন হৃত্বিক। তাই ঘনিষ্ঠ দৃশ্যে তাঁদেরই দেখা যায়।

ছবির নাম ধুম ২। যে ছবিতে উপস্থিত ছিলেন ঐশ্বর্যের প্রেমিক অভিষেক ও। কিন্তু ছবির গল্প অনুযায়ী ঐশ্বর্যের প্রেমিক ছিলেন হৃত্বিক। তাই ঘনিষ্ঠ দৃশ্যে তাঁদেরই দেখা যায়।

5 / 8
যে দৃশ্য বলিউডে অন্যতম চর্চিত।  কেন চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল এই দৃশ্য জানেন? কারণ ঐশ্বর্যের ক্ষেত্রে বারবার শোনা গিয়েছিল তিনি পর্দায় লিপলক করবেন না।

যে দৃশ্য বলিউডে অন্যতম চর্চিত। কেন চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল এই দৃশ্য জানেন? কারণ ঐশ্বর্যের ক্ষেত্রে বারবার শোনা গিয়েছিল তিনি পর্দায় লিপলক করবেন না।

6 / 8
অর্থাৎ কোনও অভিনেতার সঙ্গেই তিনি ঘনিষ্ঠ হবেন না। তবে হৃত্বিকের ক্ষেত্রে পাল্টে যায় সমীকরণ। তবে তা বিন্দুমাত্র আঁচ ফেলেনি অভিষেক ঐশ্বর্যের সম্পর্কে।

অর্থাৎ কোনও অভিনেতার সঙ্গেই তিনি ঘনিষ্ঠ হবেন না। তবে হৃত্বিকের ক্ষেত্রে পাল্টে যায় সমীকরণ। তবে তা বিন্দুমাত্র আঁচ ফেলেনি অভিষেক ঐশ্বর্যের সম্পর্কে।

7 / 8
এই ছবির পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। যদিও ছবিতে যতটা বোল্ড লুকে ধরা দিয়েছিলেন ঐশ্বর্য তেমনভাবে খুব একটা পাওয়া যায়নি আর।

এই ছবির পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। যদিও ছবিতে যতটা বোল্ড লুকে ধরা দিয়েছিলেন ঐশ্বর্য তেমনভাবে খুব একটা পাওয়া যায়নি আর।

8 / 8
Follow Us: