Hardik Pandya: স্ট্রেচারে করে ছেড়েছিলেন মাঠ, চার বছর পর সেই মাঠেই হার্দিকের তাণ্ডব
চার বছর আগের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠ। এশিয়া কাপে সেবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান। তখন পাকিস্তানের ব্যাটিং চলছে। বল হাতে হার্দিক পান্ডিয়া। হঠাৎই কোথা থেকে কী হয়ে গেল! প্রবল যন্ত্রণায় মাঠের মধ্যেই শুয়ে পড়লেন হার্দিক। ছুটে এলেন ফিজিওরা। হেঁটে মাঠের বাইরে পর্যন্ত যেতে পারলেন না। স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হল তাঁকে।
Most Read Stories