AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya: স্ট্রেচারে করে ছেড়েছিলেন মাঠ, চার বছর পর সেই মাঠেই হার্দিকের তাণ্ডব

চার বছর আগের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠ। এশিয়া কাপে সেবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান। তখন পাকিস্তানের ব্যাটিং চলছে। বল হাতে হার্দিক পান্ডিয়া। হঠাৎই কোথা থেকে কী হয়ে গেল! প্রবল যন্ত্রণায় মাঠের মধ্যেই শুয়ে পড়লেন হার্দিক। ছুটে এলেন ফিজিওরা। হেঁটে মাঠের বাইরে পর্যন্ত যেতে পারলেন না। স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হল তাঁকে।

| Edited By: | Updated on: Aug 29, 2022 | 1:10 PM
Share
চার বছর আগের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠ। এশিয়া কাপে সেবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান। তখন পাকিস্তানের ব্যাটিং চলছে। বল হাতে হার্দিক পান্ডিয়া। হঠাৎই কোথা থেকে কী হয়ে গেল! প্রবল যন্ত্রণায় মাঠের মধ্যেই শুয়ে পড়লেন হার্দিক। ছুটে এলেন দুই দলের খেলোয়াড়রা। হেঁটে মাঠের বাইরে পর্যন্ত যেতে পারলেন না। স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হল তাঁকে। (ছবি:টুইটার)

চার বছর আগের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠ। এশিয়া কাপে সেবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান। তখন পাকিস্তানের ব্যাটিং চলছে। বল হাতে হার্দিক পান্ডিয়া। হঠাৎই কোথা থেকে কী হয়ে গেল! প্রবল যন্ত্রণায় মাঠের মধ্যেই শুয়ে পড়লেন হার্দিক। ছুটে এলেন দুই দলের খেলোয়াড়রা। হেঁটে মাঠের বাইরে পর্যন্ত যেতে পারলেন না। স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হল তাঁকে। (ছবি:টুইটার)

1 / 5
ঘটনাটি ২০১৮ সালের। পিঠের ভয়ানক চোটের পর অস্ত্রোপচার। কেরিয়ার শেষ হওয়ার আতঙ্ক চেপে বসেছিল ভারতীয় দলের তারকা অলরাউন্ডারের। ক্রিকেট সমর্থক থেকে বিশেষজ্ঞরাও ধরে নিয়েছিলেন, হার্দিকের কেরিয়ার বোধহয় ওখানেই শেষ। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন। এরপর কফির কাপে 'চুমুক' দিয়ে বিপত্তি। বোর্ডের নিষেধাজ্ঞা, চূড়ান্ত সমালোচনা। ক্রিকেট থেকে যেন দূরে সরে যাচ্ছিলেন হার্দিক।(ছবি:টুইটার)

ঘটনাটি ২০১৮ সালের। পিঠের ভয়ানক চোটের পর অস্ত্রোপচার। কেরিয়ার শেষ হওয়ার আতঙ্ক চেপে বসেছিল ভারতীয় দলের তারকা অলরাউন্ডারের। ক্রিকেট সমর্থক থেকে বিশেষজ্ঞরাও ধরে নিয়েছিলেন, হার্দিকের কেরিয়ার বোধহয় ওখানেই শেষ। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন। এরপর কফির কাপে 'চুমুক' দিয়ে বিপত্তি। বোর্ডের নিষেধাজ্ঞা, চূড়ান্ত সমালোচনা। ক্রিকেট থেকে যেন দূরে সরে যাচ্ছিলেন হার্দিক।(ছবি:টুইটার)

2 / 5
চার বছর পর ফের সেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। সেবারের মতোই  প্রতিপক্ষ পাকিস্তান এবং মঞ্চটা এশিয়া কাপের। সবকিছুর মধ্যে মিল থাকলেও অগাধ পরিবর্তন শুধু হার্দিকের মধ্যে। কঠিন পরিস্থিতির মধ্যেও মাথা ঠান্ডা রাখতে শিখে গিয়েছেন। মাঠে ঘাবড়ে যাওয়া সতীর্থকে ভরসা দিচ্ছেন। অলরাউন্ড পারফরম্যান্সে জেতাচ্ছেন দলকে।(ছবি:টুইটার)

চার বছর পর ফের সেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। সেবারের মতোই প্রতিপক্ষ পাকিস্তান এবং মঞ্চটা এশিয়া কাপের। সবকিছুর মধ্যে মিল থাকলেও অগাধ পরিবর্তন শুধু হার্দিকের মধ্যে। কঠিন পরিস্থিতির মধ্যেও মাথা ঠান্ডা রাখতে শিখে গিয়েছেন। মাঠে ঘাবড়ে যাওয়া সতীর্থকে ভরসা দিচ্ছেন। অলরাউন্ড পারফরম্যান্সে জেতাচ্ছেন দলকে।(ছবি:টুইটার)

3 / 5
হার্দিকের এই পরিবর্তনের জন্য আইপিএলের অবদান অনস্বীকার্য। গুজরাত টাইটান্সের নেতৃত্ব যখন পেয়েছিলেন অনেকেই ভ্রু কুঁচকেছিল। সব হিসেবের বাইরে গিয়ে আবির্ভাবেই গুজরাতের হাতে তুলে দেন আইপিএল ট্রফি। এককালে প্লে বয় ইমেজের হার্দিককে সেদিনও খুব শান্ত মনে হয়েছে।(ছবি:টুইটার)

হার্দিকের এই পরিবর্তনের জন্য আইপিএলের অবদান অনস্বীকার্য। গুজরাত টাইটান্সের নেতৃত্ব যখন পেয়েছিলেন অনেকেই ভ্রু কুঁচকেছিল। সব হিসেবের বাইরে গিয়ে আবির্ভাবেই গুজরাতের হাতে তুলে দেন আইপিএল ট্রফি। এককালে প্লে বয় ইমেজের হার্দিককে সেদিনও খুব শান্ত মনে হয়েছে।(ছবি:টুইটার)

4 / 5
হার্দিকের এই শান্তভাবটাই বিপক্ষের মনে ভয় ধরাতে যথেষ্ট। সবে শুরু হয়েছে এশিয়া কাপ। এরপর টি-২০ বিশ্বকাপ অক্টোবর-নভেম্বরে। ভারতীয় দলে শুধুমাত্র হার্দিকের উপস্থিতি ক্রিকেটের বিশ্বযুদ্ধে মেন ইন ব্লু-কে কয়েক যোজন এগিয়ে রাখতে পারে। (ছবি:টুইটার)

হার্দিকের এই শান্তভাবটাই বিপক্ষের মনে ভয় ধরাতে যথেষ্ট। সবে শুরু হয়েছে এশিয়া কাপ। এরপর টি-২০ বিশ্বকাপ অক্টোবর-নভেম্বরে। ভারতীয় দলে শুধুমাত্র হার্দিকের উপস্থিতি ক্রিকেটের বিশ্বযুদ্ধে মেন ইন ব্লু-কে কয়েক যোজন এগিয়ে রাখতে পারে। (ছবি:টুইটার)

5 / 5