এ বছর, ভগবান মহাদেবের পুজোর উত্সব খুব বিশেষ হতে চলেছে। এ বছর শ্রাবণ মাস ২ মাস হতে চলেছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার কবে পড়েছে, তা জানুন
এই বছর শ্রাবণ চলবে ৪ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত। যারা শ্রাবণ মাসে ভোলেনাথের অভিষেক করে পুজো করেন তারা এ বছর ভোলেবাবার আশীর্বাদ বর্ষণ হবে অবিরাম। বিশেষ করে শ্রাবণ সোমবারের দিনটি শিবের পুজোর জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়।
এবছর শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হয় ১০ জুলাই। এই দিন সন্ধ্যে ৫টা ৩৮ মিনিট থেকে ৭টা ২২ মিনিট পর্যন্ত সন্ধ্যে পুজোর শুভ সময়।
শ্রাবণ মাসের সোমবার জল, দুধ, দই, ঘি, আখের রস, গঙ্গাজল দিয়ে ভোলেনাথকে অভিষেক করা উচিত, তাদের সৌভাগ্য বৃদ্ধি পায়।
শ্রাবণ সোমবারের দিনে উপবাস করে প্রদোষ কালের শিবপুজো করতে হবে। এই সময়ে শিব অত্যন্ত সুখী অবস্থায় থাকেন, কথিত আছে সন্ধ্যায় শিবলিঙ্গের রুদ্রাভিষেক করলে মহাদেব সাধকের সমস্ত কষ্ট দূর করেন।
কথিত আছে, যে বাড়িতে অর্থের অভাব হলে লজ্জাবতী গাছের শিকড় নিয়ে শ্রাবণ মাসে শিবকে নিবেদন করুন। এমন করার পরে ওই জিনিস আলমারিতে রাখুন। এতে অর্থ সংকট দূর হবে।
যারা সোমবার উপবাস শুরু করতে চান তারা এ বছরের শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করতে পারেন। এটি শুভ বলে মনে করা হয়।
অন্যদিকে, যাদের বিয়েতে সমস্যা হচ্ছে, তারা শ্রাবণ সোমবার শিবলিঙ্গে জাফরানযুক্ত দুধ নিবেদন করুন। এতে দাম্পত্য সমস্যা থেকে মুক্তি পাবেন।