AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana Ranaut: লোভনীয় প্রস্তাবে সরাসরি ‘না’, সলমনকে ফিরিয়ে বড় মাশুল গুনতে হয় কঙ্গনাকে!

Salman Khan: কঙ্গনাকেই নাকি পড়তে হয়েছিল হুমকির মুখে। এখানেই শেষ নয়, সলমনকে না বলার মাশুল দিতে হয়েছিল ভালভাবেই-- এমনটাই দাবি করেছিলেন খোদ কঙ্গনাই।

| Edited By: | Updated on: May 21, 2022 | 4:17 PM
Share
কঙ্গনা রানাওয়াত মানেই বিতর্ক। কখনও খানেদের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্ব আবার কখনও স্বজনপোষণ বিতর্কে ঘৃতাহুতি-- তাঁর মন্তব্য বলিউডের অন্দরে বরাবরই চর্চিত। এ হেন কঙ্গনাকেই নাকি পড়তে হয়েছিল হুমকির মুখে। এখানেই শেষ নয়, সলমনকে না বলার মাশুল দিতে হয়েছিল ভালভাবেই-- এমনটাই দাবি করেছিলেন খোদ কঙ্গনাই।

কঙ্গনা রানাওয়াত মানেই বিতর্ক। কখনও খানেদের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্ব আবার কখনও স্বজনপোষণ বিতর্কে ঘৃতাহুতি-- তাঁর মন্তব্য বলিউডের অন্দরে বরাবরই চর্চিত। এ হেন কঙ্গনাকেই নাকি পড়তে হয়েছিল হুমকির মুখে। এখানেই শেষ নয়, সলমনকে না বলার মাশুল দিতে হয়েছিল ভালভাবেই-- এমনটাই দাবি করেছিলেন খোদ কঙ্গনাই।

1 / 5
২০২০ সালের ১৪ জুন। মারা গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। সে সময় বলিউডের স্বজন পোষণ বিতর্ক নিয়ে সোচ্চার হয়েছিলেন কঙ্গনা। সরাসরি অভিযোগ এনেছিলেন বলিউডে বিখ্যাত প্রযোজক আদিত্য চোপড়ার নামে।

২০২০ সালের ১৪ জুন। মারা গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। সে সময় বলিউডের স্বজন পোষণ বিতর্ক নিয়ে সোচ্চার হয়েছিলেন কঙ্গনা। সরাসরি অভিযোগ এনেছিলেন বলিউডে বিখ্যাত প্রযোজক আদিত্য চোপড়ার নামে।

2 / 5
কঙ্গনা বলেন, "আদিত্য চোপড়া আমার বাড়িতে আসেন। আমায় স্ক্রিপ্ট পড়ে শোনান"। কঙ্গনা জানান, সলমন খানের ছবি সুলতানের অফার নিয়ে যাওয়া হয় তাঁর কাছে। কিন্তু কঙ্গনা জানান, তিনি সেই ছবিতে কাজ করতে রাজি হননি।

কঙ্গনা বলেন, "আদিত্য চোপড়া আমার বাড়িতে আসেন। আমায় স্ক্রিপ্ট পড়ে শোনান"। কঙ্গনা জানান, সলমন খানের ছবি সুলতানের অফার নিয়ে যাওয়া হয় তাঁর কাছে। কিন্তু কঙ্গনা জানান, তিনি সেই ছবিতে কাজ করতে রাজি হননি।

3 / 5
এরপরেই নাকি ক্রমাগত হুমকি মুখে পড়তে হয় কঙ্গনাকে। যশরাজ ফিল্মসের কর্ণধার নাকি কঙ্গনাকে ব্যক্তিগত মেসেজ করে লেখেন, "তুমি শেষ হয়ে যাবে'। এমনটাই জানিয়েছিলেন কঙ্গনা। হয়েছিল জলঘোলাও পরে যদিও সময়ের সঙ্গে সঙ্গে তা থিতিয়ে যায়।

এরপরেই নাকি ক্রমাগত হুমকি মুখে পড়তে হয় কঙ্গনাকে। যশরাজ ফিল্মসের কর্ণধার নাকি কঙ্গনাকে ব্যক্তিগত মেসেজ করে লেখেন, "তুমি শেষ হয়ে যাবে'। এমনটাই জানিয়েছিলেন কঙ্গনা। হয়েছিল জলঘোলাও পরে যদিও সময়ের সঙ্গে সঙ্গে তা থিতিয়ে যায়।

4 / 5
কঙ্গনার এই অভিযোগের ভিত্তিতে মুখ খোলেননি আদিত্য। তবে সুলতান হিট হয়েছিল। বিতর্ক আজও সঙ্গী কঙ্গনার। তবে সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ মধুর। কিছু দিন আগে সলমন কঙ্গনার ছবি ধকড়ের জন্য শুভেচ্ছাও পাঠিয়েছিলেন। অন্যদিকে কঙ্গনাও পাল্টা ধন্যবাদ জানাতে ভোলেননি।

কঙ্গনার এই অভিযোগের ভিত্তিতে মুখ খোলেননি আদিত্য। তবে সুলতান হিট হয়েছিল। বিতর্ক আজও সঙ্গী কঙ্গনার। তবে সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ মধুর। কিছু দিন আগে সলমন কঙ্গনার ছবি ধকড়ের জন্য শুভেচ্ছাও পাঠিয়েছিলেন। অন্যদিকে কঙ্গনাও পাল্টা ধন্যবাদ জানাতে ভোলেননি।

5 / 5