AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Retro Gossip: যৌনতার দৃশ্যে অভিনয় করতে গিয়ে শুটিং সেটে কতটা ‘ঘনিষ্ঠ’ হয়েছিলেন ওম পুরী-রেখা?

Rekha: ছবির সামনের কাহিনি যেমন রোম্যাঞ্চকর, ঠিক ততটাই এই ছবির শুটিং চলাকালিন ছড়িয়ে পড়েছিল একাধিক গসিপ...

| Edited By: | Updated on: Jul 21, 2022 | 2:11 PM
Share
রেখা বরাবরই বোল্ড দৃশ্যে সকলের নজর কেড়ে এসেছেন। প্রতিটি ধাপে তাঁকে দেখা গিয়েছে নতুন নতুন চরিত্রে নিজেকে ভেঙে গড়তে। কখনও স্নিগ্ধ, কখনও আবার তিনিই উষ্ণ আবেদন উজার করে দিয়েছেন পর্দায়।

রেখা বরাবরই বোল্ড দৃশ্যে সকলের নজর কেড়ে এসেছেন। প্রতিটি ধাপে তাঁকে দেখা গিয়েছে নতুন নতুন চরিত্রে নিজেকে ভেঙে গড়তে। কখনও স্নিগ্ধ, কখনও আবার তিনিই উষ্ণ আবেদন উজার করে দিয়েছেন পর্দায়।

1 / 5
কেরিয়ারে একাধিক এমন ছবিও করেছেন তিনি, যা বর্তমানে বোল্ড অভিনেত্রীরা করতেও দুবার ভাববেন। সেই তালিকায় থাকা অন্যতম ছবির নাম হল আস্থা। বিপরীতে অভিনয় করেছিলেন ওম পুরী।

কেরিয়ারে একাধিক এমন ছবিও করেছেন তিনি, যা বর্তমানে বোল্ড অভিনেত্রীরা করতেও দুবার ভাববেন। সেই তালিকায় থাকা অন্যতম ছবির নাম হল আস্থা। বিপরীতে অভিনয় করেছিলেন ওম পুরী।

2 / 5
আজও সোশ্যাল মিডিয়ায় রেখা ও ওম পুরীর একাধিক ঘনিষ্টদৃশ্যের ছবি থেকে শুরু করে পোস্টার ভাইরাল। বারে বারে ভক্তদের আলোচনায় উঠে আসে এই সাহসী রেখার অভিনয় দাপট।

আজও সোশ্যাল মিডিয়ায় রেখা ও ওম পুরীর একাধিক ঘনিষ্টদৃশ্যের ছবি থেকে শুরু করে পোস্টার ভাইরাল। বারে বারে ভক্তদের আলোচনায় উঠে আসে এই সাহসী রেখার অভিনয় দাপট।

3 / 5
ছবির সামনের কাহিনি যেমন রোম্যাঞ্চকর, ঠিক ততটাই এই ছবির শুটিং চলাকালিন ছড়িয়ে পড়েছিল একাধিক গসিপ। যার মধ্যে একটি হল রেখা ও ওম পুরীর চেয়ারে বসে এক ঘনিষ্ট দৃশ্যের শুটিং।

ছবির সামনের কাহিনি যেমন রোম্যাঞ্চকর, ঠিক ততটাই এই ছবির শুটিং চলাকালিন ছড়িয়ে পড়েছিল একাধিক গসিপ। যার মধ্যে একটি হল রেখা ও ওম পুরীর চেয়ারে বসে এক ঘনিষ্ট দৃশ্যের শুটিং।

4 / 5
প্রত্যক্ষদর্শীদের মুখে মুখে ছড়িয়ে পড়ে, এই দৃশ্যের শুটিং-এর সময় এতটাই মগ্নছিলেন এই দুই স্টার যে একটা সময় চেয়ার ভেঙে যাওয়ার উপক্রম ঘটে। ছবির প্রতিটা দৃশ্যতে প্রাণ ঢালতেই নিজেকে এই ছবিতে এভাবেই উজার করে দিয়েছিলেন রেখা।

প্রত্যক্ষদর্শীদের মুখে মুখে ছড়িয়ে পড়ে, এই দৃশ্যের শুটিং-এর সময় এতটাই মগ্নছিলেন এই দুই স্টার যে একটা সময় চেয়ার ভেঙে যাওয়ার উপক্রম ঘটে। ছবির প্রতিটা দৃশ্যতে প্রাণ ঢালতেই নিজেকে এই ছবিতে এভাবেই উজার করে দিয়েছিলেন রেখা।

5 / 5