Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: ‘না বলতে পারি না তাই…’, স্ত্রীকে ঠকানো নিয়ে অকপট যুক্তি দিয়েছিলেন শাহরুখ!

Shah Rukh Khan: শাহরুখ কি কোনওদিন ঠকিয়েছিলেন গৌরীকে? কোনওদিনও জড়িয়ে পড়েছিলেন অন্য সম্পর্কে? প্রিয়াঙ্কার সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। শোনা যায় তাঁরা নাকি গোপনে বিয়েও করেছিলেন। প্রতারণা নিয়ে বহু বছর আগে শাহরুখ কী বলেছিলেন?

| Edited By: | Updated on: Apr 17, 2022 | 2:40 PM
১৯৯১ সালে বিয়ে হয় গৌরী খান ও শাহরুখ খানের। প্রেমের বিয়ে, তখনও কিং খান 'কিং' হয়ে ওঠেননি। না ছিল 'মন্নত', না ছিল তাঁর সুবিশাল রাজ্যপাট। এমতাবস্থায় হাত ধরেছিলেন গৌরী। শাহরুখ কি কোনওদিন ঠকিয়েছিলেন গৌরীকে? কোনওদিনও জড়িয়ে পড়েছিলেন অন্য সম্পর্কে? প্রিয়াঙ্কার সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। শোনা যায় তাঁরা নাকি গোপনে বিয়েও করেছিলেন। প্রতারণা নিয়ে বহু বছর আগে শাহরুখ কী বলেছিলেন?

১৯৯১ সালে বিয়ে হয় গৌরী খান ও শাহরুখ খানের। প্রেমের বিয়ে, তখনও কিং খান 'কিং' হয়ে ওঠেননি। না ছিল 'মন্নত', না ছিল তাঁর সুবিশাল রাজ্যপাট। এমতাবস্থায় হাত ধরেছিলেন গৌরী। শাহরুখ কি কোনওদিন ঠকিয়েছিলেন গৌরীকে? কোনওদিনও জড়িয়ে পড়েছিলেন অন্য সম্পর্কে? প্রিয়াঙ্কার সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। শোনা যায় তাঁরা নাকি গোপনে বিয়েও করেছিলেন। প্রতারণা নিয়ে বহু বছর আগে শাহরুখ কী বলেছিলেন?

1 / 6
তাঁর কথায়, তিনি প্রতারণা করেন না। কোনওদিন কাউকে পয়সা- ভালবাসা নিয়ে ঠকাননি। খেলা করেননি আবেগ নিয়েও। তবে তিনি আরও বলেছিলেন তিনি নাকি কাউকে নাও বলতে পারেন না। তাহলে?

তাঁর কথায়, তিনি প্রতারণা করেন না। কোনওদিন কাউকে পয়সা- ভালবাসা নিয়ে ঠকাননি। খেলা করেননি আবেগ নিয়েও। তবে তিনি আরও বলেছিলেন তিনি নাকি কাউকে নাও বলতে পারেন না। তাহলে?

2 / 6
তাঁর কথায়, "আমি খুবই সৌজন্য সচেতন এক মানুষ। আমার সমস্যা হল আমি কিছুতেই কাউকে না বলতে পাড়ি না। আমি যাঁদের সঙ্গে থাকতে চাইও না তাঁদেরকেও আমি তাড়িয়ে দিতে পাড়ি। যদিও এক সন্ধের জন্য যৌন সম্পর্ক, আর তারপরেই তাঁকে জীবন থেকে বাদ দিয়ে দেওয়া এও আমার পক্ষে সম্ভব নয়।"

তাঁর কথায়, "আমি খুবই সৌজন্য সচেতন এক মানুষ। আমার সমস্যা হল আমি কিছুতেই কাউকে না বলতে পাড়ি না। আমি যাঁদের সঙ্গে থাকতে চাইও না তাঁদেরকেও আমি তাড়িয়ে দিতে পাড়ি। যদিও এক সন্ধের জন্য যৌন সম্পর্ক, আর তারপরেই তাঁকে জীবন থেকে বাদ দিয়ে দেওয়া এও আমার পক্ষে সম্ভব নয়।"

3 / 6
এখানেই না থেমে শাহরুখ আরও বলেছিলেন, "আমার যা বয়স তাতে করে অন্য সম্পর্কে জড়াকে লোকেই বলবে মিথ্যে বলছে।" বহু বছর আগে নাকি স্ত্রীকে এক প্রতিজ্ঞা করেছিলেন তিনি। সে কথাও সেই সাক্ষাৎকারে বলেছিলেন এসআরকে।

এখানেই না থেমে শাহরুখ আরও বলেছিলেন, "আমার যা বয়স তাতে করে অন্য সম্পর্কে জড়াকে লোকেই বলবে মিথ্যে বলছে।" বহু বছর আগে নাকি স্ত্রীকে এক প্রতিজ্ঞা করেছিলেন তিনি। সে কথাও সেই সাক্ষাৎকারে বলেছিলেন এসআরকে।

4 / 6
 কোনও পার্টিতে কোনও মহিলা এসে গৌরীকে এই কথা বলবেন না যে, আমি তোমার থেকেও ভাল চিনি শাহরুখকে। তিনি বলেছিলেন, "মন থেকে এই প্রতিজ্ঞা আমি করেছিলাম। অনেক মেয়ের সঙ্গে কাজ করেছি যাদের আমি ভালবাসি। কিন্তু শারীরিক চাহিদা এখানে মুখ্য নয়।"

কোনও পার্টিতে কোনও মহিলা এসে গৌরীকে এই কথা বলবেন না যে, আমি তোমার থেকেও ভাল চিনি শাহরুখকে। তিনি বলেছিলেন, "মন থেকে এই প্রতিজ্ঞা আমি করেছিলাম। অনেক মেয়ের সঙ্গে কাজ করেছি যাদের আমি ভালবাসি। কিন্তু শারীরিক চাহিদা এখানে মুখ্য নয়।"

5 / 6
স্ত্রী সঙ্গে আজও একই ভাবে ভালবাসায় রয়েছেন এসআরকে। সম্পর্কে তৃতীয় ব্যক্তি প্রবেশের গুঞ্জনও আজ তলানিতে। দুই ছেলে এক মেয়ে নিয়ে তাঁদের ভরা সংসার।

স্ত্রী সঙ্গে আজও একই ভাবে ভালবাসায় রয়েছেন এসআরকে। সম্পর্কে তৃতীয় ব্যক্তি প্রবেশের গুঞ্জনও আজ তলানিতে। দুই ছেলে এক মেয়ে নিয়ে তাঁদের ভরা সংসার।

6 / 6
Follow Us: