Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana Ranaut: নাক দিয়ে অবিরাম জল গড়াচ্ছে, নায়কের সেই অবস্থাতেই চুমু খেয়ে শোচনীয় অবস্থা হয় কঙ্গনার!

Kangana Ranaut: নায়কের নাক দিয়ে জল পড়ছে অবিরাম। ছিল এক ইয়াব্বড় গোঁফও। এরই মধ্যে নায়ককে চুমু খেতে কার্যত বাধ্যই হয়েছিলেন, এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী। কে ছিলেন কঙ্গনার নায়ক?

| Edited By: | Updated on: Sep 02, 2022 | 9:57 AM
নাতালি পোর্টম্যান ভিগান। তাই তাঁর সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয়ের আগে মাংস খাওয়া বন্ধ করেছিলেন হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। অথচ কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। নায়কের নাক দিয়ে জল পড়ছে অবিরাম। ছিল এক ইয়াব্বড় গোঁফও। এরই মধ্যে নায়ককে চুমু খেতে কার্যত বাধ্যই হয়েছিলেন, এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী। কে ছিলেন কঙ্গনার নায়ক?

নাতালি পোর্টম্যান ভিগান। তাই তাঁর সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয়ের আগে মাংস খাওয়া বন্ধ করেছিলেন হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। অথচ কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। নায়কের নাক দিয়ে জল পড়ছে অবিরাম। ছিল এক ইয়াব্বড় গোঁফও। এরই মধ্যে নায়ককে চুমু খেতে কার্যত বাধ্যই হয়েছিলেন, এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী। কে ছিলেন কঙ্গনার নায়ক?

1 / 6
২০১৭ সাল। বিশাল ভরদ্বাজের 'রঙ্গুন' ছবির শুটিং চলছিল। ওই ছবিতেই মুখ্য ভূমিকায় ছিলেন কঙ্গনা রানাওয়াত। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল শাহিদ কাপুরকে। শাহিদের ব্যাপারেই এ হেন মন্তব্য করেছিলেন কঙ্গনা। ঠিক কী বলেছিলেন তিনি?

২০১৭ সাল। বিশাল ভরদ্বাজের 'রঙ্গুন' ছবির শুটিং চলছিল। ওই ছবিতেই মুখ্য ভূমিকায় ছিলেন কঙ্গনা রানাওয়াত। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল শাহিদ কাপুরকে। শাহিদের ব্যাপারেই এ হেন মন্তব্য করেছিলেন কঙ্গনা। ঠিক কী বলেছিলেন তিনি?

2 / 6
কঙ্গনা জানিয়েছিলেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় তাঁর একদমই পছন্দ নয়। তাঁর কথায়, "ওই ধরনের শুটিংই সবচেয়ে বেশি কষ্টকর। মনে করুন আপনার কারও সঙ্গে একেবারেই কাজের সম্পর্ক। হঠাৎই করেই তাঁর ঠোঁটে আপনার ঠোঁট। তারপর যদি শাহিদের মতো অতবড় গোঁফ হয়। টার্ন অফ মুহূর্ত ছেড়ে দিন বীভৎস অভিজ্ঞতা হয়েছিল।"

কঙ্গনা জানিয়েছিলেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় তাঁর একদমই পছন্দ নয়। তাঁর কথায়, "ওই ধরনের শুটিংই সবচেয়ে বেশি কষ্টকর। মনে করুন আপনার কারও সঙ্গে একেবারেই কাজের সম্পর্ক। হঠাৎই করেই তাঁর ঠোঁটে আপনার ঠোঁট। তারপর যদি শাহিদের মতো অতবড় গোঁফ হয়। টার্ন অফ মুহূর্ত ছেড়ে দিন বীভৎস অভিজ্ঞতা হয়েছিল।"

3 / 6
এখানেই না থেমে কঙ্গনা আরও যোগ করেছিলেন শাহিদ নাকি তাঁকে জানিয়েছিলেন তাঁর নাকি দিয়ে ক্রমাগত নাক দিয়ে জল গড়াচ্ছে। পরে এ নিয়ে শাহিদকে প্রশ্ন করা হলে আবার ঘটেছিল অন্য ঘটনা।

এখানেই না থেমে কঙ্গনা আরও যোগ করেছিলেন শাহিদ নাকি তাঁকে জানিয়েছিলেন তাঁর নাকি দিয়ে ক্রমাগত নাক দিয়ে জল গড়াচ্ছে। পরে এ নিয়ে শাহিদকে প্রশ্ন করা হলে আবার ঘটেছিল অন্য ঘটনা।

4 / 6
শাহিদ ঘটনা একেবারেই অস্বীকার করেছিলেন। উল্টে কঙ্গনা সম্পর্কে তাঁর বিস্ফোরক মন্তব্য ছিল, "আমার মনে নেই আমি কোনওদিনই কঙ্গনাকে নাক দিয়ে জল পড়ার ঘটনার কথা বলেছিলাম বলে। বলতেই হবে ওর বেশ প্রখর কল্পনাশক্তি। নিজেই নিজের মতো করে গল্প বলে।"

শাহিদ ঘটনা একেবারেই অস্বীকার করেছিলেন। উল্টে কঙ্গনা সম্পর্কে তাঁর বিস্ফোরক মন্তব্য ছিল, "আমার মনে নেই আমি কোনওদিনই কঙ্গনাকে নাক দিয়ে জল পড়ার ঘটনার কথা বলেছিলাম বলে। বলতেই হবে ওর বেশ প্রখর কল্পনাশক্তি। নিজেই নিজের মতো করে গল্প বলে।"

5 / 6
এই কথার পরেই দুজনের মধ্যেই বেশ কিছুদিন ধরে  চলেছিল ঠান্ডা লড়াই। শাহিদের মন্তব্য কঙ্গনাও যে চুপ করে থাকার পাত্রী নন, সে কথা বলাই বাহুল্য।

এই কথার পরেই দুজনের মধ্যেই বেশ কিছুদিন ধরে চলেছিল ঠান্ডা লড়াই। শাহিদের মন্তব্য কঙ্গনাও যে চুপ করে থাকার পাত্রী নন, সে কথা বলাই বাহুল্য।

6 / 6
Follow Us: