ক্যাটের সঙ্গে সম্পর্কের ইতি! সলমনের মন খারাপ! ক্যাটরিনার বিয়ের সংবাদ সামনে আসতেই ভাইরাল হয়েছিল এমনই নানা প্রসঙ্গ। সকলেই সলমন খানকে দিচ্ছিলেন সান্তনা।
সেই তালিকা থেকে বাদ পড়েননি খোদ শেহনাজ গিলও। সলমন খানের তিনি ভীষণ পছন্দের পাত্রী। বিগ বসের ঘর থেকেই বাড়ে পরিচিতি। সেখান থেকেই শুরু হয় নতুন পথচলা।
তবে আজ আর নেই সিদ্ধার্থ, তাই শেহনাজকে দেখা মাত্রই স্নেহে ডুবে যান সলমন খান, তাঁর সব দাবী থেকে আবদার মেটানোর চেষ্টাও করেন তিনি। আর সেই শেহনাজই সরল মনে সলমনের পাশে দাঁড়াতে চেয়ে অবাক।
ক্যাটের বিয়ে হয়ে গিয়েছে, সলমন খানকে সান্তনা দিয়ে শেহনাজ বলেন, কোনও দুঃখ নয়, ভাল থাকাই উচিত, একা থাকার আনন্দই আলাদা। আর এই কথা শোনা মাত্রই হালকা হেঁসে সলমন খান বলেন, যখন একা থাকব, তখন বুঝতে পারব।
বিগ বসের স্টেজে এই মন্তব্য শুনে শেহনাজের চক্ষু চড়কগাছ। সে অনুমান করে নেন তৎক্ষণাৎ যে সলমন খানও সম্পর্কেই রয়েছে, অবাক হয়ে বলে ভাল। সেই ভিডিয়োই মাঝে মধ্যেই ফিরে ফিরে ফিরে আসে নেট পাড়ায়।
বর্তমানে সমস্ত দুঃখ পেছনে ফেলে, নতুন উদ্যমে কাজে ফিরতে নিজেকে প্রস্তুত করছেন শেহনাজ গিল। তাঁকে দেখলে এক কথায় চেনা দায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সিদ্ধার্থও ঠিক তাই চাইতেন।