AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Throwback Thursday: বুকে প্রতিশোধের আগুন! রণবীরকে প্রকাশ্যেই তুলোধনা করে সোনম বলেন, ‘ওর মা তো …’

Sonam Kapoor: রণবীর কাপুরকে প্রকাশ্যে তুলোধনা থেকে ঐশ্বর্যাকে বয়স নিয়ে খোঁটা-- সোনম মানেই বিতর্ক। তাঁর 'রোষানল' থেকে ছাড় পাননি নিতু কাপুরও।

| Edited By: | Updated on: Jun 09, 2022 | 2:36 PM
Share
সোনম কাপুর। স্টারকিড তকমা নিয়ে জন্মেছেন তিনি। বাবা এভারগ্রীন অনীল কাপুর। হাসিখুশি মানুষ হিসেবে পরিচিত অনীলের বড় মেয়ে সোনমের কিন্তু ইন্ডাস্ট্রিতে বদমেজাজি বলে বেশ 'সুনাম' রয়েছে। এখানেই শেষ নয়, মাঝেমধ্যেই তাঁর মাত্রাতিরিক্তে মন্তব্য চমকে গিয়েছে তাঁর পরিবারই। রণবীর কাপুরকে প্রকাশ্যে তুলোধনা থেকে ঐশ্বর্যাকে বয়স নিয়ে খোঁটা-- সোনম মানেই বিতর্ক। তাঁর 'রোষানল' থেকে ছাড় পাননি নিতু কাপুরও। রণবীর বিতর্কিত মন্তব্য করেছিলেন সোনমকে নিয়ে। প্রতিশোধ নিতে সোনমও চুপ করে থাকেননি। টেনে এনেছিলেন খোদ রণবীরেই মা'কেই! কী বলেছিলেন তিনি?

সোনম কাপুর। স্টারকিড তকমা নিয়ে জন্মেছেন তিনি। বাবা এভারগ্রীন অনীল কাপুর। হাসিখুশি মানুষ হিসেবে পরিচিত অনীলের বড় মেয়ে সোনমের কিন্তু ইন্ডাস্ট্রিতে বদমেজাজি বলে বেশ 'সুনাম' রয়েছে। এখানেই শেষ নয়, মাঝেমধ্যেই তাঁর মাত্রাতিরিক্তে মন্তব্য চমকে গিয়েছে তাঁর পরিবারই। রণবীর কাপুরকে প্রকাশ্যে তুলোধনা থেকে ঐশ্বর্যাকে বয়স নিয়ে খোঁটা-- সোনম মানেই বিতর্ক। তাঁর 'রোষানল' থেকে ছাড় পাননি নিতু কাপুরও। রণবীর বিতর্কিত মন্তব্য করেছিলেন সোনমকে নিয়ে। প্রতিশোধ নিতে সোনমও চুপ করে থাকেননি। টেনে এনেছিলেন খোদ রণবীরেই মা'কেই! কী বলেছিলেন তিনি?

1 / 7
একসঙ্গেই কেরিয়ার শুরু করেন রণবীর ও সোনম। ছবির নাম 'সাঁওয়ারিয়া'। ছবি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। পরিচালক ছিলেন সঞ্জয় লীলা ভন্সালী। ছবি মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু বলিউডের গুঞ্জন বলে ছবির সূত্রেই নাকি রণবীর ও সোনম কাছাকাছি আসেন। শুধু যে কাছাকাছি আসেন তাই নয় তাঁদের প্রেমের খবরেও সে সময় সরগরম ছিল ইণ্ডাস্ট্রির অন্দর।

একসঙ্গেই কেরিয়ার শুরু করেন রণবীর ও সোনম। ছবির নাম 'সাঁওয়ারিয়া'। ছবি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। পরিচালক ছিলেন সঞ্জয় লীলা ভন্সালী। ছবি মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু বলিউডের গুঞ্জন বলে ছবির সূত্রেই নাকি রণবীর ও সোনম কাছাকাছি আসেন। শুধু যে কাছাকাছি আসেন তাই নয় তাঁদের প্রেমের খবরেও সে সময় সরগরম ছিল ইণ্ডাস্ট্রির অন্দর।

2 / 7
একসঙ্গে পার্টিতেও দেখা যেত তাঁদের। দেখা যেত রেস্তরাঁতে। তবে তা বেশিদিন নয়। সোনম-পর্ব শেষ হতে না হতেই রণবীর মন দিয়ে ফেলেন দীপিকাকে। বন্ধুত্বও নষ্ট হয়ে তাঁদের মধ্যে। এদিকে মহিলা মহলে তখন রণবীরকে নিয়ে বেজায় মাতামাতি। ঠিক এই সময়েই এক সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্য করে ফেলেন সোনম। শুরুটা অবশ্য করেছিলেন রণবীরই।

একসঙ্গে পার্টিতেও দেখা যেত তাঁদের। দেখা যেত রেস্তরাঁতে। তবে তা বেশিদিন নয়। সোনম-পর্ব শেষ হতে না হতেই রণবীর মন দিয়ে ফেলেন দীপিকাকে। বন্ধুত্বও নষ্ট হয়ে তাঁদের মধ্যে। এদিকে মহিলা মহলে তখন রণবীরকে নিয়ে বেজায় মাতামাতি। ঠিক এই সময়েই এক সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্য করে ফেলেন সোনম। শুরুটা অবশ্য করেছিলেন রণবীরই।

3 / 7
তিনি সোনমকে আখ্যা দেন 'ড্রামা কুইন' হিসেবে। ছাড়েননি সোনমও। মেয়েদের রণবীরের প্রতি ভাললাগাকে রীতিমতো কটাক্ষ করে তিনি বলেন, "সেক্সি? রণবীর সেক্সি? আমি মানতে পারলাম না। ও তো মাম্মাস বয়"। এখানেই থামেননি তিনি। টেনে আনেন নিতু কাপুরকেও।

তিনি সোনমকে আখ্যা দেন 'ড্রামা কুইন' হিসেবে। ছাড়েননি সোনমও। মেয়েদের রণবীরের প্রতি ভাললাগাকে রীতিমতো কটাক্ষ করে তিনি বলেন, "সেক্সি? রণবীর সেক্সি? আমি মানতে পারলাম না। ও তো মাম্মাস বয়"। এখানেই থামেননি তিনি। টেনে আনেন নিতু কাপুরকেও।

4 / 7
বলেন, "ওর মা তো এখনও ওর পায়ের নখ কেটে দেয়। সব কিছু করিয়ে দিতে হয় ওকে"। সোনমের এই মন্তব্য মোটেও ভালভাবে নেয়না কাপুর 'খানদান'। তিক্ত হয় সম্পর্ক। সোনম যদিও নির্বিকার ছিলেন।

বলেন, "ওর মা তো এখনও ওর পায়ের নখ কেটে দেয়। সব কিছু করিয়ে দিতে হয় ওকে"। সোনমের এই মন্তব্য মোটেও ভালভাবে নেয়না কাপুর 'খানদান'। তিক্ত হয় সম্পর্ক। সোনম যদিও নির্বিকার ছিলেন।

5 / 7
সোনম অবশ্য এই ঘটনা বাদ দিয়েও বিতর্কে জড়িয়েছেন। ঐশ্বর্যা রাই বচ্চনকে 'আন্টি' বলে সম্বোধন করেছিলেন প্রকাশ্যেই। তাঁর যুক্তি ছিল ঐশ্বর্যা তাঁর বাবার সঙ্গে হিরোইন হিসেবে কাজ করেছেন, তিনি অন্য প্রজন্মের। ক্যাটরিনাকে 'নির্লজ্জ' তকমাও দিয়েছিলেন সোনমই।

সোনম অবশ্য এই ঘটনা বাদ দিয়েও বিতর্কে জড়িয়েছেন। ঐশ্বর্যা রাই বচ্চনকে 'আন্টি' বলে সম্বোধন করেছিলেন প্রকাশ্যেই। তাঁর যুক্তি ছিল ঐশ্বর্যা তাঁর বাবার সঙ্গে হিরোইন হিসেবে কাজ করেছেন, তিনি অন্য প্রজন্মের। ক্যাটরিনাকে 'নির্লজ্জ' তকমাও দিয়েছিলেন সোনমই।

6 / 7
তবে সে সব এখন অতীত। সোনম এখন আগের চেয়ে অনেক বেশি শান্ত। খুব শীঘ্রই মা হতে চলেছেন তিনি। আপাতত স্বামী আনন্দ আহুজার সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন মাতৃত্ব। অপেক্ষা করছেন নতুন অতিথির জন্য।

তবে সে সব এখন অতীত। সোনম এখন আগের চেয়ে অনেক বেশি শান্ত। খুব শীঘ্রই মা হতে চলেছেন তিনি। আপাতত স্বামী আনন্দ আহুজার সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন মাতৃত্ব। অপেক্ষা করছেন নতুন অতিথির জন্য।

7 / 7