AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rhea Chakraborty’s Boyfriend: রিয়ার নতুন ‘প্রেমিক’ বান্টি আসলে কে? বিরাট কোহালির সঙ্গে রয়েছে তাঁর ঘনিষ্ঠ যোগ

Rhea Chakraborty: ক্রিকেট ও বলিউড এই দুইয়ের সঙ্গেই রয়েছে বান্টির নিবিড় যোগ। সলমন খানের ঘনিষ্ঠ তিনি, এক প্রকার আত্মীয়ও বলা যায়। শুধু কি সলমন, ভারতীয় ক্রিকেটের সঙ্গেও রয়েছে তাঁর যোগাযোগ।

| Edited By: | Updated on: Dec 08, 2022 | 9:33 PM
Share
প্রেম করছেন রিয়ার চক্রবর্তী-- বি-টাউনের গুঞ্জন এখন তেমনটাই। রিয়ার প্রেমিকের নাম বান্টি সাজদেহ। শোনা যাচ্ছে, সুশান্তের পর বান্টির সঙ্গেই মন দেওয়া নেওয়া হয়েছে তাঁর। এবার প্রশ্ন, কে এই বান্টি সাজদেহ? ক্রিকেট ও বলিউড এই দুইয়ের সঙ্গেই রয়েছে বান্টির নিবিড় যোগ। সলমন খানের ঘনিষ্ঠ তিনি, এক প্রকার আত্মীয়ও বলা যায়। শুধু কি সলমন, ভারতীয় ক্রিকেটের সঙ্গেও রয়েছে তাঁর যোগাযোগ।

প্রেম করছেন রিয়ার চক্রবর্তী-- বি-টাউনের গুঞ্জন এখন তেমনটাই। রিয়ার প্রেমিকের নাম বান্টি সাজদেহ। শোনা যাচ্ছে, সুশান্তের পর বান্টির সঙ্গেই মন দেওয়া নেওয়া হয়েছে তাঁর। এবার প্রশ্ন, কে এই বান্টি সাজদেহ? ক্রিকেট ও বলিউড এই দুইয়ের সঙ্গেই রয়েছে বান্টির নিবিড় যোগ। সলমন খানের ঘনিষ্ঠ তিনি, এক প্রকার আত্মীয়ও বলা যায়। শুধু কি সলমন, ভারতীয় ক্রিকেটের সঙ্গেও রয়েছে তাঁর যোগাযোগ।

1 / 5
বান্টি হলেন সীমা সাজদেহর ভাই। সীমা সাজদেহ হলেন সলমনের ভাই সোহেল খানের প্রাক্তন স্ত্রী। এ ছাড়াও কর্নারস্টোন স্পোর্ট নামক এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হলেন এই বান্টি।

বান্টি হলেন সীমা সাজদেহর ভাই। সীমা সাজদেহ হলেন সলমনের ভাই সোহেল খানের প্রাক্তন স্ত্রী। এ ছাড়াও কর্নারস্টোন স্পোর্ট নামক এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হলেন এই বান্টি।

2 / 5
কী করে এই কর্নারস্টোন স্পোর্ট? বিরাট কোহলি থেকে শুরু করে শিখর ধাওয়ান, রোহিত শর্মার মতো নামজাদা খেলোয়াড়দের 'ম্যানেজ' করে এই এজেন্সি। অর্থাৎ তাঁদের প্রতিটি পদক্ষেপ কী হবে, কীভাবে তাঁরা জনসংযোগ বজায় রাখবেন-- এ সবই দেখার দায়িত্ব ও সংস্থার।

কী করে এই কর্নারস্টোন স্পোর্ট? বিরাট কোহলি থেকে শুরু করে শিখর ধাওয়ান, রোহিত শর্মার মতো নামজাদা খেলোয়াড়দের 'ম্যানেজ' করে এই এজেন্সি। অর্থাৎ তাঁদের প্রতিটি পদক্ষেপ কী হবে, কীভাবে তাঁরা জনসংযোগ বজায় রাখবেন-- এ সবই দেখার দায়িত্ব ও সংস্থার।

3 / 5
রিয়ার সঙ্গে কীভাবে আলাপ হয় বান্টির? জানা যাচ্ছে, রিয়াও ছিলেন বান্টির একজন ক্লায়েন্ট। তাঁকেও 'ম্যানেজ' করত বান্টির এই সংস্থা। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের পর যখন রিয়া চক্রবর্তীকে নিয়ে চলছিল বিস্তর আলোচনা সেই সময় বান্টি পাশে ছিলেন রিয়ার। সেখান থেকেই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুজনের, যা ক্রমে পৌঁছয় প্রেমে।

রিয়ার সঙ্গে কীভাবে আলাপ হয় বান্টির? জানা যাচ্ছে, রিয়াও ছিলেন বান্টির একজন ক্লায়েন্ট। তাঁকেও 'ম্যানেজ' করত বান্টির এই সংস্থা। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের পর যখন রিয়া চক্রবর্তীকে নিয়ে চলছিল বিস্তর আলোচনা সেই সময় বান্টি পাশে ছিলেন রিয়ার। সেখান থেকেই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুজনের, যা ক্রমে পৌঁছয় প্রেমে।

4 / 5
তবে দুজনের কেউই এখনও পর্যন্ত এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কিন্তু সূত্র জানাচ্ছে, প্রেম চলছে নিজের গতিতেই।

তবে দুজনের কেউই এখনও পর্যন্ত এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কিন্তু সূত্র জানাচ্ছে, প্রেম চলছে নিজের গতিতেই।

5 / 5