Gauri Sawant: গর্ভাবস্থায় মেরে ফেলতে চান মা, গণেশের গৌরী হয়ে ওঠার কাহিনী হার মানাবে সিনেমাকেও

Gauri Sawant: গণেশ হয়ে জন্ম নেওয়া গৌরী কীভাবে হয়ে উঠলেন সবার থেকে আলাদা? বাবার অত্যাচার, সমাজের টিটকিরি অগ্রাহ্য করে কীভাবে আজ তিনিও এক সন্তানের মা? রইল সেই কাহিনীই...

| Edited By: | Updated on: Oct 08, 2022 | 3:18 PM
গৌরী সাওয়ান্ত-- নামটা চেনা চেনা লাগছে? ভারতের রূপান্তরকামীদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ বলাই যেতে পারে তাঁকে। সুস্মিতা সেনের আগামী ছবি 'তালি' নির্মিত হচ্ছে তাঁকে ঘিরেই? গণেশ হয়ে জন্ম নেওয়া গৌরী কীভাবে হয়ে উঠলেন সবার থেকে আলাদা? বাবার অত্যাচার, সমাজের টিটকিরি অগ্রাহ্য করে কীভাবে আজ তিনিও এক সন্তানের মা? রইল সেই কাহিনীই...

গৌরী সাওয়ান্ত-- নামটা চেনা চেনা লাগছে? ভারতের রূপান্তরকামীদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ বলাই যেতে পারে তাঁকে। সুস্মিতা সেনের আগামী ছবি 'তালি' নির্মিত হচ্ছে তাঁকে ঘিরেই? গণেশ হয়ে জন্ম নেওয়া গৌরী কীভাবে হয়ে উঠলেন সবার থেকে আলাদা? বাবার অত্যাচার, সমাজের টিটকিরি অগ্রাহ্য করে কীভাবে আজ তিনিও এক সন্তানের মা? রইল সেই কাহিনীই...

1 / 6
পুনেতে জন্ম হয়ে গণেশের। বাবা ছিলেন পুলিশকর্মী, মা ছিলেন গৃহবধু। গণেশকে জন্ম দিতে চাননি তাঁর মা। সাত মাসের গর্ভবতী অবস্থাতেই নষ্ট করে দিতে চেয়েছিলেন তাঁকে। তবু গণেশ পৃথিবীর মুখ দেখেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করতে পারেন আর পাঁচজন ছেলের মতো নন তিনি। অন্তরে তিনি নারীই।

পুনেতে জন্ম হয়ে গণেশের। বাবা ছিলেন পুলিশকর্মী, মা ছিলেন গৃহবধু। গণেশকে জন্ম দিতে চাননি তাঁর মা। সাত মাসের গর্ভবতী অবস্থাতেই নষ্ট করে দিতে চেয়েছিলেন তাঁকে। তবু গণেশ পৃথিবীর মুখ দেখেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করতে পারেন আর পাঁচজন ছেলের মতো নন তিনি। অন্তরে তিনি নারীই।

2 / 6
ভাল লাগত উষা উত্থুপকে। তাঁর কপালের লাল টিপ দেখে ইচ্ছে হত তিনিও ওই ভাবে সাজবেন। মা মারা গিয়েছিলেন তাঁর সাত বছর বয়সে। ছেলের এই তথাকথিত 'মেয়েলি' রূপ মোটেই ভাল ভাবে নেননি বাবা। শুরু হয় অত্যাচার। বাড়ি থেকে পালিয়ে আসেন গণেশ। পকেটে মাত্র ৬০ টাকা।

ভাল লাগত উষা উত্থুপকে। তাঁর কপালের লাল টিপ দেখে ইচ্ছে হত তিনিও ওই ভাবে সাজবেন। মা মারা গিয়েছিলেন তাঁর সাত বছর বয়সে। ছেলের এই তথাকথিত 'মেয়েলি' রূপ মোটেই ভাল ভাবে নেননি বাবা। শুরু হয় অত্যাচার। বাড়ি থেকে পালিয়ে আসেন গণেশ। পকেটে মাত্র ৬০ টাকা।

3 / 6
গণেশ চাইতেন মা হতে। ছোটবেলায় তাঁকে এক আত্মীয় জিজ্ঞাসা করেছিলেন বড় হয়ে তিনি কী হতে চান? উত্তরে গৌরী বলেছিলেন, 'আয়ি' অর্থাৎ মা। মুম্বইয়ে এসে শুরু হয় তাঁর জীবন যুদ্ধ। গণেশ পরিচয় দূরে সরিয়ে তিনি আপন করে গৌরী পরিচয়কে। তিনি যে মা হতে চাইতেন। আর গণেশের মা যে গৌরী। যুদ্ধের ওই ছিল শুরু।

গণেশ চাইতেন মা হতে। ছোটবেলায় তাঁকে এক আত্মীয় জিজ্ঞাসা করেছিলেন বড় হয়ে তিনি কী হতে চান? উত্তরে গৌরী বলেছিলেন, 'আয়ি' অর্থাৎ মা। মুম্বইয়ে এসে শুরু হয় তাঁর জীবন যুদ্ধ। গণেশ পরিচয় দূরে সরিয়ে তিনি আপন করে গৌরী পরিচয়কে। তিনি যে মা হতে চাইতেন। আর গণেশের মা যে গৌরী। যুদ্ধের ওই ছিল শুরু।

4 / 6
কেন রূপান্তরকামীরা সন্তান দত্তক নিতে পারবেন না তা নিয়ে প্রথম আওয়াজ তুলেছিলেন তিনিই। ২০০৮ সালে তিনিই প্রথম রূপান্তরকামী যিনি কন্যা সন্তান দত্তক নেন। রূপান্তরকামীদের বিভিন্ন জায়গায় তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়ার আইনি লড়াই শুরু হয়েছিল তাঁর হাত ধরেই।

কেন রূপান্তরকামীরা সন্তান দত্তক নিতে পারবেন না তা নিয়ে প্রথম আওয়াজ তুলেছিলেন তিনিই। ২০০৮ সালে তিনিই প্রথম রূপান্তরকামী যিনি কন্যা সন্তান দত্তক নেন। রূপান্তরকামীদের বিভিন্ন জায়গায় তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়ার আইনি লড়াই শুরু হয়েছিল তাঁর হাত ধরেই।

5 / 6
এক ওষুধের বিজ্ঞাপনে গৌরীকে দেখা গিয়েছিল মনে পড়ে? দেখানো হয়েছিল তাঁর জীবন কাহিনী। সেই কাহিনী এবার সেলুলয়েডেও। অনেকটা যুদ্ধ করেছেন। অনেক খানি যুদ্ধ বাকি, গৌরী হারতে চান না, সন্তানকে নিয়ে এগিয়ে যেতে চান সমস্ত বাধাকে দূরে সরিয়ে রেখে।

এক ওষুধের বিজ্ঞাপনে গৌরীকে দেখা গিয়েছিল মনে পড়ে? দেখানো হয়েছিল তাঁর জীবন কাহিনী। সেই কাহিনী এবার সেলুলয়েডেও। অনেকটা যুদ্ধ করেছেন। অনেক খানি যুদ্ধ বাকি, গৌরী হারতে চান না, সন্তানকে নিয়ে এগিয়ে যেতে চান সমস্ত বাধাকে দূরে সরিয়ে রেখে।

6 / 6
Follow Us: