Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Olivia Morris: ‘আরআরআর’ ছবিতে মন কেড়েছে বিদেশিনী জেনির নিখুঁত অভিনয়, জানেন তাঁর আসল পরিচয়?

Olivia Morris: জানেন এই জেনি আসলে কে? কী করেন তিনি? কোথা থেকেই বা আরআরআরের অংশ হয়ে গেলেন ২৪ বছরের এই বিদেশিনী?

| Edited By: | Updated on: Apr 08, 2022 | 3:38 PM
'ডোন্ট কল মি মেমসাব, কল মি জেনি'-- আরআরআর দেখার পর জেনিফার ওরফে জেনির এই সংলাপ নিশ্চয়ই এই মুহূর্তে আপনার মুখস্থ? কিংবা ধরুন শেষ দৃশ্য ভীমাকে জড়িয়ে জেনির আদর ভুলতে পারেননি তো? জানেন এই জেনি আসলে কে? কী করেন তিনি? কোথা থেকেই বা আরআরআরের অংশ হয়ে গেলেন ২৪ বছরের এই বিদেশিনী?

'ডোন্ট কল মি মেমসাব, কল মি জেনি'-- আরআরআর দেখার পর জেনিফার ওরফে জেনির এই সংলাপ নিশ্চয়ই এই মুহূর্তে আপনার মুখস্থ? কিংবা ধরুন শেষ দৃশ্য ভীমাকে জড়িয়ে জেনির আদর ভুলতে পারেননি তো? জানেন এই জেনি আসলে কে? কী করেন তিনি? কোথা থেকেই বা আরআরআরের অংশ হয়ে গেলেন ২৪ বছরের এই বিদেশিনী?

1 / 6
জেনিফারের আসল নাম অলিভিয়া মরিস। ব্রিটিশ অভিনেত্রী তিনি। যাত্রা শুরু 'লন্ডন ব্লুজ' নামক এক মিউজিক ভিডিয়োর মধ্যে দিয়ে। এ ছাড়াও সেভেন্থ ডক্টর অ্যাডেভেঞ্চারসেও দেখা গিয়েছে তাঁকে? দেখা গিয়েছে ম্যাকবেথ নাটকেও। এটিই তাঁর প্রথম ভারতীয় ছবি। তবে ব্রিটিশ টিভি সিরিজ 'হোটেল পোর্টোফিনো'তে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কী করে তাঁকে খুঁজে পেলেন রাজামৌলি?

জেনিফারের আসল নাম অলিভিয়া মরিস। ব্রিটিশ অভিনেত্রী তিনি। যাত্রা শুরু 'লন্ডন ব্লুজ' নামক এক মিউজিক ভিডিয়োর মধ্যে দিয়ে। এ ছাড়াও সেভেন্থ ডক্টর অ্যাডেভেঞ্চারসেও দেখা গিয়েছে তাঁকে? দেখা গিয়েছে ম্যাকবেথ নাটকেও। এটিই তাঁর প্রথম ভারতীয় ছবি। তবে ব্রিটিশ টিভি সিরিজ 'হোটেল পোর্টোফিনো'তে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কী করে তাঁকে খুঁজে পেলেন রাজামৌলি?

2 / 6
এটিই তাঁর প্রথম ভারতীয় ছবি। তবে ব্রিটিশ টিভি সিরিজ 'হোটেল পোর্টোফিনো'তে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কী করে তাঁকে খুঁজে পেলেন রাজামৌলি?

এটিই তাঁর প্রথম ভারতীয় ছবি। তবে ব্রিটিশ টিভি সিরিজ 'হোটেল পোর্টোফিনো'তে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কী করে তাঁকে খুঁজে পেলেন রাজামৌলি?

3 / 6
জেনিফারের চরিত্রে অলিভিয়া মোটেও রাজামৌলির প্রথম পছন্দ ছিল না। এর আগে প্রায় একগুচ্ছ অভিনেত্রীকে অফার দিয়েছিলেন তিনি। কিন্তু বিভিন্ন কারণে সেই চরিত্র নাচক করে দেন অনেক তারকাই।

জেনিফারের চরিত্রে অলিভিয়া মোটেও রাজামৌলির প্রথম পছন্দ ছিল না। এর আগে প্রায় একগুচ্ছ অভিনেত্রীকে অফার দিয়েছিলেন তিনি। কিন্তু বিভিন্ন কারণে সেই চরিত্র নাচক করে দেন অনেক তারকাই।

4 / 6
 শোনা যায় অফার নাকি গিয়েছিল ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফের কাছেও। কিন্তু সিনেমা শুরুর আগে গোটা স্ক্রিপ্ট চেয়ে বসেছিলেন তিনি, আর সেই কারণেই নাকি টিম আরআরআরের সঙ্গে মনোমালিন্যে জড়ান তিনি।

শোনা যায় অফার নাকি গিয়েছিল ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফের কাছেও। কিন্তু সিনেমা শুরুর আগে গোটা স্ক্রিপ্ট চেয়ে বসেছিলেন তিনি, আর সেই কারণেই নাকি টিম আরআরআরের সঙ্গে মনোমালিন্যে জড়ান তিনি।

5 / 6
মাঝখান থেকে অফার পান অলিভিয়া। সূত্র বলছে তাঁর ২০ দিনের শুটিং শিডিউল ছিল। সেভাবে ভারত ঘুরে দেখা হয়নি তাঁর। তবে আরআরআএ সাফল্যে বেজায় খুশি তিনি। আবার কাজ করতে চান বলিউডে-- ইতিমধ্যেই জানিয়েছেন সে কথা। ইনস্টাগ্রামেও হুড়হুড় করতে বাড়ছে

মাঝখান থেকে অফার পান অলিভিয়া। সূত্র বলছে তাঁর ২০ দিনের শুটিং শিডিউল ছিল। সেভাবে ভারত ঘুরে দেখা হয়নি তাঁর। তবে আরআরআএ সাফল্যে বেজায় খুশি তিনি। আবার কাজ করতে চান বলিউডে-- ইতিমধ্যেই জানিয়েছেন সে কথা। ইনস্টাগ্রামেও হুড়হুড় করতে বাড়ছে

6 / 6
Follow Us: