Bangla News » Photo gallery » Who is Zaheer Iqbal? Is Sonakshi Sinha engaged to him? Here's what we know
Zaheer Iqbal: সোনাক্ষীর সঙ্গে বাগদানের গুঞ্জন, সলমন ঘনিষ্ঠ এই জাহির ইকবাল আসলে কে জানেন?
Zaheer Iqbal: সোমবার থেকে সোনাক্ষী সিনহার এক ছবি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। সোনাক্ষীর হাতে হীরের উজ্জ্বল আংটি। হাসিমুখ। প্রশ্ন, অভিনেত্রী কি বাগদান সেরে ফেললেন? পাত্র হিসেবে বারেবারেই উঠে আসছে জাহির ইকবালের নাম। কে এই জাহির আকবার? কী তাঁর আসল পরিচয়?
সোমবার থেকে সোনাক্ষী সিনহার এক ছবি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। সোনাক্ষীর হাতে হীরের উজ্জ্বল আংটি। হাসিমুখ। প্রশ্ন, অভিনেত্রী কি বাগদান সেরে ফেললেন? পাত্র হিসেবে বারেবারেই উঠে আসছে জাহির ইকবালের নাম। কে এই জাহির আকবার? কী তাঁর আসল পরিচয়?
1 / 6
জাহির ইকবাল আদপে অভিনেতাই। তবে সাফল্যের দিক থেকে এখনও পর্যন্ত তিনি সোনাক্ষীর থেকে অনেকটাই পিছিয়ে। নোটবুক ছবির মধ্যে দিয়ে বলিঊডে ডেবিউ হয় জাহির ইকবালের। বিপরীতে ছিলেন প্রানূতন বহেল। যদিও সেই ছবি বক্স অফিসে হিট হয়নি।
2 / 6
তাঁর দ্বিতীয় ছবি ডাবল এক্সএল এখনও মুক্তি পায়নি। ওই ছবিতে জাহিরের পাশাপাশি দেখা যাবে সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশিকে। ওই ছবি নিয়ে দর্শক মহলে উন্মাদনা রয়েছে। শোনা যাচ্ছে সলমন খানের আগামী ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি'তেও দেখা যাবে তাঁকে।
3 / 6
স্বভাবতই প্রশ্ন ওঠে, তিনি কি স্টারকিড? উত্তর, 'না'। তাঁর আসল নাম জাহির রতন। এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের জন্ম তাঁর। তাঁর বাবার নাম ইকবাল রতনাসি। তিনি আবার সলমন খানের অতি ঘনিষ্ঠ বন্ধু।
4 / 6
তাঁর দিদি সনম রত্নাসি আবার অদিতি রাও হায়দারির স্টাইলিস্ট। সব মিলিয়ে গোটা বাড়িতেই যে ফিল্মি পরিবেশ রয়েছে তা নতুন করে বলে দিতে হয় না।
5 / 6
সোনাক্ষী ও জাহির কোনওদিনই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু সোমবার সোনাক্ষীর ওই হিরে খোচিত হাত যেন জন্ম দিয়েছে নানা প্রশ্নের। আপাতত উত্তরের অপেক্ষায় সোনাক্ষীর ভক্তরা।