Arijit Singh: বলিউডে দাড়ি কামান না অরিজিৎ, কারণ জানলে অবাক হবেন
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: Dec 01, 2022 | 12:53 PM
Bollywood Gossip: অরিজিৎ সিং-কে নিয়ে বরাবরই ভক্তমনে কৌতুহলের পারদ তুঙ্গে। অরিজিৎ বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন।
Dec 01, 2022 | 12:53 PM
অরিজিৎ সিং-কে নিয়ে বরাবরই ভক্তমনে কৌতুহলের পারদ তুঙ্গে। অরিজিৎ বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন। তাই খুব একটা প্রশ্নের উত্তর দিতে তাঁকে দেখা যায় না।
1 / 5
কেবল কাজের সঙ্গে তাঁর যোগসূত্র। কাজের জন্যই তিনি মাঝে মধ্যে উপস্থিত ক্যামেরার সামনে। তবে দর্শকদের সঙ্গে খুব একটা কথপোকথন হয় না তাঁর। যার ফলে অরিজিতের ভক্তদের মনে বরাবরই আপেক্ষ বর্তমান।
2 / 5
কিন্তু তাঁকে ঘিরে প্রশ্ন ভক্তমনে উপচে পড়ে প্রতি নিয়ত। প্রত্যেকেরই নিজ-নিজ একটি স্টাইল থাকে। অরিজিৎও সেই তালিকা থেকে ব্যতিক্রমী নন। তাঁর গালে দাড়ি লুকেই তিনি পরিচিত।
3 / 5
তবে ২০১৬ সালে কপিল শর্মার শো-তে এসে এই প্রসঙ্গে মজা করেই এক মন্তব্য করেছিলেন তিনি। দাড়ি কামানোর সময় পাননি অরিজিৎ, এমন মন্তব্য করায় গা.ক উত্তর দিয়েছিলেন তিনি বলিউডে দাড়ি কামান না।
4 / 5
কারণ হিসেবে জানিয়েছিলেন, সেখানে খুব খরচ। সেই কারণেই বলিউডে গিয়ে তিনি দাড়ি কামানো থেকে বিরত থাকেন। যদিও এটা সকলেরই জানা যে এটাই অরিজিতের লুক। কেবল কপিলকে পাল্টা উত্তরে মজা দিতেই এমন মন্তব্য করেছিলেন তিনি।