AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Boundary Catches: বাউন্ডারি লাইনের বাইরে ক্যাচ! ছক্কা নয়, আউট কেন?

মাঝেমধ্যেই আপনার ক্রিকেট খেলাটিকে জটিল মনে হতে পারে। যাঁরা এই খেলায় পারদর্শী তাদের জন্যও। ক্রিকেট বিশেষজ্ঞরাও কখনও সখনও অবাক হয়ে যান। কারণ ক্রিকেট সংক্রান্ত নিয়ম এবং খেলার শর্তগুলি নিয়মিতভাবে আপডেট করা হয়। কিছু নিয়ম একটি ফরম্যাটের জন্য। অন্য ফরম্যাটে তা কাজে লাগে না। এখানে বিতর্ক একটি আউট নিয়ে। এটি আর পাঁচটা আউটের মতো নয়। ক্রিকেটের নিয়ম অনুযায়ী এটিকে আউট বলে ধরা হলেও যাঁরা টিভি বা গ্যালারিতে বসে খেলা দেখছেন তাঁদের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে।

| Edited By: | Updated on: Jan 02, 2023 | 8:00 AM
Share
এমন ঘটনা প্রথম বলে ধরে নিলে ভুল করবেন। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম ভোগস বাউন্ডারি লাইন জাগলিং করে এমনই এক ক্যাচ ধরে ধরে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দেন। যদিও ভোগস দ্বিতীয়বার বলটিকে টাচ করেন তখনই যখন তিনি বাউন্ডারি লাইনের ভেতরে ঢুকে গিয়েছেন। তাই বিতর্কের জায়গা ছিল না। বরং অ্যাডাম ভোগসের তাৎক্ষণিক বুদ্ধির প্রশংসায় মেতেছিল ক্রিকেট বিশ্ব।

এমন ঘটনা প্রথম বলে ধরে নিলে ভুল করবেন। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম ভোগস বাউন্ডারি লাইন জাগলিং করে এমনই এক ক্যাচ ধরে ধরে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দেন। যদিও ভোগস দ্বিতীয়বার বলটিকে টাচ করেন তখনই যখন তিনি বাউন্ডারি লাইনের ভেতরে ঢুকে গিয়েছেন। তাই বিতর্কের জায়গা ছিল না। বরং অ্যাডাম ভোগসের তাৎক্ষণিক বুদ্ধির প্রশংসায় মেতেছিল ক্রিকেট বিশ্ব।

1 / 6
কাকতালীয়ভাবে সেবছরের শেষের দিকে ম্যাক্সওয়েল নিজেও এমনই অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে তাক লাগিয়ে দেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে ডিপ মিড উইকেটে ফিল্ডিং করছিলেন ম্যাক্সি। লিয়াম প্ল্যাঙ্কেটের শট বাউন্ডারির ধারে লুফে নেন। বল বাউন্ডারি লাইন পার হয়ে যাচ্ছে দেখে ভেতরের দিকে ছুঁড়ে দেন। এরপর লাফিয়ে নিজেকে বাউন্ডারির ভেতরে এনে ক্যাচটি ধরেন। বাহবা কুড়োলেও ম্যাচের পর এই নিয়ম নিয়ে আপত্তি জানিয়েছিলে ম্যাক্সওয়েল।

কাকতালীয়ভাবে সেবছরের শেষের দিকে ম্যাক্সওয়েল নিজেও এমনই অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে তাক লাগিয়ে দেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে ডিপ মিড উইকেটে ফিল্ডিং করছিলেন ম্যাক্সি। লিয়াম প্ল্যাঙ্কেটের শট বাউন্ডারির ধারে লুফে নেন। বল বাউন্ডারি লাইন পার হয়ে যাচ্ছে দেখে ভেতরের দিকে ছুঁড়ে দেন। এরপর লাফিয়ে নিজেকে বাউন্ডারির ভেতরে এনে ক্যাচটি ধরেন। বাহবা কুড়োলেও ম্যাচের পর এই নিয়ম নিয়ে আপত্তি জানিয়েছিলে ম্যাক্সওয়েল।

2 / 6
২০১৩ অক্টোবরের আগে নিয়ম ছিল, ক্যাচ ধরার আগে বাউন্ডারি লাইনের মধ্যে থাকতে হবে ফিল্ডারকে। পরে সেই নিয়মটা পাল্টে দেয় এমসিসি।  তাই ২০১৫ সালে বিগ ব্যাশ লিগে অজি ক্রিকেটার জস লালর যখন ওভার দ্য বাউন্ডারি ক্যাচ নেন তখন অনেকেই এর প্রতিবাদ জানান। টুইটারে এই ক্যাচকে বৈধ ঘোষণা করার বিরোধিতা করেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু আম্পায়ার লালরের ক্যাচ নিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন।

২০১৩ অক্টোবরের আগে নিয়ম ছিল, ক্যাচ ধরার আগে বাউন্ডারি লাইনের মধ্যে থাকতে হবে ফিল্ডারকে। পরে সেই নিয়মটা পাল্টে দেয় এমসিসি। তাই ২০১৫ সালে বিগ ব্যাশ লিগে অজি ক্রিকেটার জস লালর যখন ওভার দ্য বাউন্ডারি ক্যাচ নেন তখন অনেকেই এর প্রতিবাদ জানান। টুইটারে এই ক্যাচকে বৈধ ঘোষণা করার বিরোধিতা করেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু আম্পায়ার লালরের ক্যাচ নিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন।

3 / 6
ঘটনাটি বিগ ব্যাগ লিগের। রবিবার, ২০২৩ সালের প্রথমদিনেই ম্যাচ ছিল সিডনি সিক্সার্স এবং ব্রিসবেন হিচের মধ্যে। ১৫ রানে ব্রিসবেনের হারের ম্যাচে জর্ডান স্কিলের অসাধারণ ক্যাচ নেন মাইকেল নেসার। মহম্মদ কুহনম্যানের বল বাউন্ডারির দিকে পাঠিয়েছিলেন জর্ডান। দেখে মনে হচ্ছিল ছয় হবে, কিন্তু এখানেই টুইস্ট। বাউন্ডারি লাইনে ফিল্ডিং রত মাইকেল নেসার ক্যাচ ধরে ফেললেও টাল সামলাতে না পেরে বাউন্ডারি লাইন ক্রস করে ফেলেন। ওপার থেকে এপারে আসার আগে পর্যন্ত ততক্ষণে জাগলিং করে বলটিকে হাওয়ায় ভাসিয়ে রাখেন। বল বাউন্ডারির ভেতরে ছুঁড়ে দিয়ে নিজেই লাফিয়ে এসে ফিরতি ক্যাচ ধরেন। অদ্ভুত সেই ক্যাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ক্যাচটিকে কি আদৌ বৈধ বলে ধরা উচিত? শুরু হয়েছে বিতর্ক।

ঘটনাটি বিগ ব্যাগ লিগের। রবিবার, ২০২৩ সালের প্রথমদিনেই ম্যাচ ছিল সিডনি সিক্সার্স এবং ব্রিসবেন হিচের মধ্যে। ১৫ রানে ব্রিসবেনের হারের ম্যাচে জর্ডান স্কিলের অসাধারণ ক্যাচ নেন মাইকেল নেসার। মহম্মদ কুহনম্যানের বল বাউন্ডারির দিকে পাঠিয়েছিলেন জর্ডান। দেখে মনে হচ্ছিল ছয় হবে, কিন্তু এখানেই টুইস্ট। বাউন্ডারি লাইনে ফিল্ডিং রত মাইকেল নেসার ক্যাচ ধরে ফেললেও টাল সামলাতে না পেরে বাউন্ডারি লাইন ক্রস করে ফেলেন। ওপার থেকে এপারে আসার আগে পর্যন্ত ততক্ষণে জাগলিং করে বলটিকে হাওয়ায় ভাসিয়ে রাখেন। বল বাউন্ডারির ভেতরে ছুঁড়ে দিয়ে নিজেই লাফিয়ে এসে ফিরতি ক্যাচ ধরেন। অদ্ভুত সেই ক্যাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ক্যাচটিকে কি আদৌ বৈধ বলে ধরা উচিত? শুরু হয়েছে বিতর্ক।

4 / 6
ম্যাক্সওয়েলের ওই ক্যাচের রেশ দেখা যায় ২০২০ সালেও। সেটিও বিগ ব্যাশ লিগের। ব্রিসবেন হিট ও হোবার্ট হ্যারিকেনের মধ্যে চলছিল ম্যাচ। হোবার্টের ম্যাথু ওয়েড দারুণ ব্যাটিং করছিলেন। ১৫তম ওভারে বেন কাটিংয়ের ডেলিভারিতে লং অনে ওয়েডের ক্যাচ নেন ম্যাট রেন শ। সেটিও ছিল ওভার দ্য বাউন্ডারি ক্যাচ। বল বাউন্ডারির ওপারে পৌঁছে গিয়েছিল। সীমানার বাইরে বেরিয়ে ক্যাচ ধরলেন ফিল্ডার। তবু ক্রিকেটের নিয়ম মেনে ছয় ঘোষণা না করে আউট দিতে হয় আম্পায়ারকে।

ম্যাক্সওয়েলের ওই ক্যাচের রেশ দেখা যায় ২০২০ সালেও। সেটিও বিগ ব্যাশ লিগের। ব্রিসবেন হিট ও হোবার্ট হ্যারিকেনের মধ্যে চলছিল ম্যাচ। হোবার্টের ম্যাথু ওয়েড দারুণ ব্যাটিং করছিলেন। ১৫তম ওভারে বেন কাটিংয়ের ডেলিভারিতে লং অনে ওয়েডের ক্যাচ নেন ম্যাট রেন শ। সেটিও ছিল ওভার দ্য বাউন্ডারি ক্যাচ। বল বাউন্ডারির ওপারে পৌঁছে গিয়েছিল। সীমানার বাইরে বেরিয়ে ক্যাচ ধরলেন ফিল্ডার। তবু ক্রিকেটের নিয়ম মেনে ছয় ঘোষণা না করে আউট দিতে হয় আম্পায়ারকে।

5 / 6
বাউন্ডারির বাইরে গিয়ে ক্যাচ ধরলেও কায়দা করে বল প্রথমে সীমানার ভেতর ঠেলে দেন রেন শ। ফিরতি ক্যাচ নেন টম ব্যান্টন। এই আউট নিয়ে ব্যপক জলঘোলা হয়।

বাউন্ডারির বাইরে গিয়ে ক্যাচ ধরলেও কায়দা করে বল প্রথমে সীমানার ভেতর ঠেলে দেন রেন শ। ফিরতি ক্যাচ নেন টম ব্যান্টন। এই আউট নিয়ে ব্যপক জলঘোলা হয়।

6 / 6