Alcohol Drinking: মদ খেলেই বমি হয় বারবার? কেন এমন হচ্ছে জানেন?

Alcohol: বমির মাধ্যমে আসলে শরীর থেকে অ্যাসিটালডিহাইড-ই বেরিয়ে যায়। তবে শরীরের জলও যেহেতু বেরিয়ে যায়, তাই ডিহাইড্রেশন হয় বমির পর।

| Updated on: Jun 15, 2024 | 2:41 PM
১৮ বছরের গণ্ডি পার করা মানেই আপনি প্রাপ্তবয়স্ক। মদ্যপানের ক্ষেত্রেও বয়সের গোরো রয়েছে। ১৮ বছর বয়সের আগে মদ্যপান নিষিদ্ধ।

১৮ বছরের গণ্ডি পার করা মানেই আপনি প্রাপ্তবয়স্ক। মদ্যপানের ক্ষেত্রেও বয়সের গোরো রয়েছে। ১৮ বছর বয়সের আগে মদ্যপান নিষিদ্ধ।

1 / 8
তবে লুকিয়ে লুকিয়ে অনেকেই প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মদ্যপান করেন। অনেকেরই মদ্যপান করার পর বমি হয়। কেন এমন হয় জানেন?

তবে লুকিয়ে লুকিয়ে অনেকেই প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মদ্যপান করেন। অনেকেরই মদ্যপান করার পর বমি হয়। কেন এমন হয় জানেন?

2 / 8
প্রত্যেকের শরীরেই আলাদাভাবে প্রতিক্রিয়া করে মদ। একটি নির্দিষ্ট সীমার পর মদ্যপান করলেই বমি হয়ে যায়।

প্রত্যেকের শরীরেই আলাদাভাবে প্রতিক্রিয়া করে মদ। একটি নির্দিষ্ট সীমার পর মদ্যপান করলেই বমি হয়ে যায়।

3 / 8
সাধারণত মদ্যপান করার পর মাথা ঝিমঝিম বা মাথা ব্যথা হয়। তবে যদি অতিরিক্ত মদ্যপান করে ফেলেন কেউ, তবে লিভার বা পাকস্থলিতে চাপ পড়ে। এরফলেই বমি হয়।

সাধারণত মদ্যপান করার পর মাথা ঝিমঝিম বা মাথা ব্যথা হয়। তবে যদি অতিরিক্ত মদ্যপান করে ফেলেন কেউ, তবে লিভার বা পাকস্থলিতে চাপ পড়ে। এরফলেই বমি হয়।

4 / 8
আসলে মদ বা অ্যালকোহল যখন শরীরে প্রবেশ করে, তখন তা অ্যাসিটালডিহাইডে পরিণত হয়, যা বিষাক্ত পদার্থ।

আসলে মদ বা অ্যালকোহল যখন শরীরে প্রবেশ করে, তখন তা অ্যাসিটালডিহাইডে পরিণত হয়, যা বিষাক্ত পদার্থ।

5 / 8
আমাদের লিভার একটি সীমা পর্যন্ত এই অ্যাসিটালডিহাইড গ্রহণ ও প্রক্রিয়াকরণ করতে পারে।

আমাদের লিভার একটি সীমা পর্যন্ত এই অ্যাসিটালডিহাইড গ্রহণ ও প্রক্রিয়াকরণ করতে পারে।

6 / 8
নির্দিষ্ট সীমার বেশি মদ্যপান করলেই, তা লিভার গ্রহণ করতে পারে না। তখন বমি হয়ে যায়।

নির্দিষ্ট সীমার বেশি মদ্যপান করলেই, তা লিভার গ্রহণ করতে পারে না। তখন বমি হয়ে যায়।

7 / 8
বমির মাধ্যমে আসলে শরীর থেকে অ্যাসিটালডিহাইড-ই বেরিয়ে যায়। তবে শরীরের জলও যেহেতু বেরিয়ে যায়, তাই ডিহাইড্রেশন হয় বমির পর।

বমির মাধ্যমে আসলে শরীর থেকে অ্যাসিটালডিহাইড-ই বেরিয়ে যায়। তবে শরীরের জলও যেহেতু বেরিয়ে যায়, তাই ডিহাইড্রেশন হয় বমির পর।

8 / 8
Follow Us: