AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Gossip: করিনার সঙ্গে ছবি তুলতেই মেজাজ হারালেন সইফ, হুমকিও দিলেন ফোটোগ্রাফারকে

Relationship: একাধিকবার উঠেছে সম্পর্কের ভাঙন নিয়েও জল্পনা। ঠিক কী এমন ঘটেছিল তাহলে অতীতে যে একসঙ্গে ছবি তুলতে নারাজ ছিলেন করিনা-সইফ।

| Edited By: | Updated on: May 24, 2022 | 2:00 PM
Share
করিনার সঙ্গে সইফ ছবি তুলতে নারাজ, কেন এমনটা ঘটল, তবে কি তাঁদের মধ্যে সম্পর্কের উষ্ণতা কোথাও গিয়ে ফিকে হয়ে যাচ্ছে!

করিনার সঙ্গে সইফ ছবি তুলতে নারাজ, কেন এমনটা ঘটল, তবে কি তাঁদের মধ্যে সম্পর্কের উষ্ণতা কোথাও গিয়ে ফিকে হয়ে যাচ্ছে!

1 / 7
না, পাতৌদি পরিবারের পারফেক্ট বউমা হিসেবেই নিজেকে প্রমাণ কেরছেন করিনা কাপুর। প্রতিটা পদে পদে তিনি যেভাবে সইফের সঙ্গে সংসারের সমীকরণ বজায় রাখার চেষ্টা করেছেন, তা নিঃসন্দেহে নজর কাড়ে।

না, পাতৌদি পরিবারের পারফেক্ট বউমা হিসেবেই নিজেকে প্রমাণ কেরছেন করিনা কাপুর। প্রতিটা পদে পদে তিনি যেভাবে সইফের সঙ্গে সংসারের সমীকরণ বজায় রাখার চেষ্টা করেছেন, তা নিঃসন্দেহে নজর কাড়ে।

2 / 7
একাধিকবার উঠেছে সম্পর্কের জল্পনা নিয়েও প্রশ্ন। ঠিক কী এমন ঘটেছিল তাহলে অতীতে যে একসঙ্গে ছবি তুলতে নারাজ ছিলেন করিনা-সইফ।

একাধিকবার উঠেছে সম্পর্কের জল্পনা নিয়েও প্রশ্ন। ঠিক কী এমন ঘটেছিল তাহলে অতীতে যে একসঙ্গে ছবি তুলতে নারাজ ছিলেন করিনা-সইফ।

3 / 7
কারণ তখন তাঁরা একে অন্যের সঙ্গে রীতিমত প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আর ঠিক সেই কারণেই তাঁরা চাননি বিষয়টা প্রকাশ্যে আসুক।

কারণ তখন তাঁরা একে অন্যের সঙ্গে রীতিমত প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আর ঠিক সেই কারণেই তাঁরা চাননি বিষয়টা প্রকাশ্যে আসুক।

4 / 7
গোপনসূত্রে খবর পেয়ে পাপরাজিৎরা হাজির হয়ে গিয়েছিলেন রেস্তোরাঁর সামনে। সেখানেই ডিনার করছিলেন এই জুটি। বাইরে বেরতেই ছবির পর ছবি উঠতে থাকে।

গোপনসূত্রে খবর পেয়ে পাপরাজিৎরা হাজির হয়ে গিয়েছিলেন রেস্তোরাঁর সামনে। সেখানেই ডিনার করছিলেন এই জুটি। বাইরে বেরতেই ছবির পর ছবি উঠতে থাকে।

5 / 7
ভয় মুখ শুকিয়ে গিয়েছিল সেদিন সইফের। অবাক হয়ে সমস্তটা দেখেন, করিনা পাশ থেকে চিৎকার করতে থাকে বন্ধ হোক ছবি তোলা। কথা কেউ কানে তোলা না।

ভয় মুখ শুকিয়ে গিয়েছিল সেদিন সইফের। অবাক হয়ে সমস্তটা দেখেন, করিনা পাশ থেকে চিৎকার করতে থাকে বন্ধ হোক ছবি তোলা। কথা কেউ কানে তোলা না।

6 / 7
অবশেষে সেখান থেকে না বেরতে পেরে আবারও ভেতরে চলে যায় তাঁরা। কিছুক্ষণ পর সইফ একা বেরিয়ে আসেন। সেখান থেকেই শুরু হয় জল্পনা। তিনি মারার হুমকি দিতেও পিছপা হন না।

অবশেষে সেখান থেকে না বেরতে পেরে আবারও ভেতরে চলে যায় তাঁরা। কিছুক্ষণ পর সইফ একা বেরিয়ে আসেন। সেখান থেকেই শুরু হয় জল্পনা। তিনি মারার হুমকি দিতেও পিছপা হন না।

7 / 7