Lamont Jacobs-Nicole Daza: সমুদ্রকে সাক্ষী রেখে জ্যাকবস-নিকোলার নতুন পথ চলা শুরু

ইটালির ল্যামন্ট মার্সেল জ্যাকবস নামটার সঙ্গে সকলেই পরিচিত। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে উসেইন বোল্টের উত্তরাধিকার বলা হচ্ছে তাঁকে। টোকিও অলিম্পিকে ১০০ মিটারে সোনা জিতেছেন তিনি। সেই জ্যাকবসই এ বার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। চার বছর ধরে ডেটিং করার পর মডেল বান্ধবী নিকোলা ডাজার সঙ্গে বিয়ে করলেন জ্যাকবস।

| Edited By: | Updated on: Sep 22, 2022 | 9:00 AM
ইটালির ল্যামন্ট মার্সেল জ্যাকবস (Lamont Jacobs) নামটার সঙ্গে সকলেই পরিচিত। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে উসেইন বোল্টের উত্তরাধিকার বলা হচ্ছে তাঁকে। টোকিও অলিম্পিকে ১০০ মিটারে সোনা জিতেছেন তিনি। সেই জ্যাকবসই এ বার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। চার বছর ধরে ডেটিং করার পর মডেল বান্ধবী নিকোলা ডাজার (Nicole Daza) সঙ্গে বিয়ে করলেন জ্যাকবস। (ছবি-নিকোল ডাজা ইন্সটাগ্রাম)

ইটালির ল্যামন্ট মার্সেল জ্যাকবস (Lamont Jacobs) নামটার সঙ্গে সকলেই পরিচিত। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে উসেইন বোল্টের উত্তরাধিকার বলা হচ্ছে তাঁকে। টোকিও অলিম্পিকে ১০০ মিটারে সোনা জিতেছেন তিনি। সেই জ্যাকবসই এ বার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। চার বছর ধরে ডেটিং করার পর মডেল বান্ধবী নিকোলা ডাজার (Nicole Daza) সঙ্গে বিয়ে করলেন জ্যাকবস। (ছবি-নিকোল ডাজা ইন্সটাগ্রাম)

1 / 5
সমুদ্রকে সাক্ষী রেখে জ্যাকবস-নিকোলার চার হাত এক হল। জাঁক জমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দুই পরিবারের সদস্যরা। (ছবি-নিকোল ডাজা ইন্সটাগ্রাম)

সমুদ্রকে সাক্ষী রেখে জ্যাকবস-নিকোলার চার হাত এক হল। জাঁক জমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দুই পরিবারের সদস্যরা। (ছবি-নিকোল ডাজা ইন্সটাগ্রাম)

2 / 5
ইতালির লেক গ্রাডা-তে জ্যাকবস ও নিকোলার বিয়ের অনুষ্ঠান হয়েছে। বছর ২৯ এর নিকোলা বোটে চড়ে জ্যাকবের সঙ্গে বিয়ে করতে আসেন। (ছবি-নিকোল ডাজা ইন্সটাগ্রাম)

ইতালির লেক গ্রাডা-তে জ্যাকবস ও নিকোলার বিয়ের অনুষ্ঠান হয়েছে। বছর ২৯ এর নিকোলা বোটে চড়ে জ্যাকবের সঙ্গে বিয়ে করতে আসেন। (ছবি-নিকোল ডাজা ইন্সটাগ্রাম)

3 / 5
নিকোলার থেকে বয়সে বছর দুয়েকের ছোট জ্যাকবস। তাতে কী আসে যায়! প্রেমের বন্ধনই তো আসল। জ্যাকবস-নিকোলার বিয়ের সাজ সরঞ্জাম করা হয়েছিল বেশ রোম্যান্টিকভাবে। (ছবি-নিকোল ডাজা ইন্সটাগ্রাম)

নিকোলার থেকে বয়সে বছর দুয়েকের ছোট জ্যাকবস। তাতে কী আসে যায়! প্রেমের বন্ধনই তো আসল। জ্যাকবস-নিকোলার বিয়ের সাজ সরঞ্জাম করা হয়েছিল বেশ রোম্যান্টিকভাবে। (ছবি-নিকোল ডাজা ইন্সটাগ্রাম)

4 / 5
উল্লেখ্য, টোকিও অলিম্পিকে ১০০ মিটারে সোনা জিতেছেন ইতালির ল্যামন্ট মার্সেল জ্যাকবস। (ছবি-টুইটার)

উল্লেখ্য, টোকিও অলিম্পিকে ১০০ মিটারে সোনা জিতেছেন ইতালির ল্যামন্ট মার্সেল জ্যাকবস। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: