নামখানায় অমিত শাহকে কালো পতাকা

ishita marick | Edited By: সৌরভ পাল

Feb 19, 2021 | 3:28 PM

অমিত শাহকে কালো পতাকা দেখানো হল নামখানায়।

Follow Us

অমিত শাহকে কালো পতাকা দেখানো হল নামখানায়। শাহ মঞ্চে বক্তব্য রাখার সময় এক মহিলা বাঁশের উপর উঠে কালো পতাকা ওড়াতে শুরু করেন। বহু চেষ্টা করে বিরত করা হয় তাঁকে। মঞ্চ থেকে শাহকে বলতে শোনা যায়, “পুলিশের লোক দেখুন। ওনাকে সম্মানের সঙ্গে যেতে দিন। মমতাদিদির পদ্ধতি এটা। ওনাকে যেতে দিন।”

অমিত শাহকে কালো পতাকা দেখানো হল নামখানায়। শাহ মঞ্চে বক্তব্য রাখার সময় এক মহিলা বাঁশের উপর উঠে কালো পতাকা ওড়াতে শুরু করেন। বহু চেষ্টা করে বিরত করা হয় তাঁকে। মঞ্চ থেকে শাহকে বলতে শোনা যায়, “পুলিশের লোক দেখুন। ওনাকে সম্মানের সঙ্গে যেতে দিন। মমতাদিদির পদ্ধতি এটা। ওনাকে যেতে দিন।”

Next Article