১০ লাখের শুট, বিকাশের নামে চলেছে লুঠ: প্রধানমন্ত্রীকে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
শনিবার জলপাইগুড়ির নাগরাকাটায় সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অবঙালিদের মন জয় করতে নিজের বক্তব্যের অর্ধেকটাই হিন্দিতে বলেন তৃণমূলের ‘যুবরাজ’।
সপ্তদশ লোকসভায় হাত উপর করে বিজেপিকে আশীর্বাদ করেছে উত্তরবঙ্গের মানুষ। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সর্বত্রই জমি হারিয়েছে রাজ্যের শাসক দল। সেই জমি পুনরুদ্ধার করতে মরিয়া তৃণমূল। আর সেকারণেই উত্তরবঙ্গ এখন বিজেপি-তৃণমূল সভা পাল্টা সভায় জমজমাট। শনিবার জলপাইগুড়ির নাগরাকাটায় সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অবঙালিদের মন জয় করতে নিজের বক্তব্যের অর্ধেকটাই হিন্দিতে বলেন তৃণমূলের ‘যুবরাজ’। একই সঙ্গে এদিন নাগরাকাটা থেকেই একুশের নির্বাচনে তৃণমূলের স্লোগানের আনুষ্ঠানিক লঞ্চিংও করে দিয়েছেন অভিষেক।
Latest Videos