Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিজেপির তালিকায় আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের প্রার্থীদের প্রাধান্য

সৌরভ পাল

|

Updated on: Mar 05, 2021 | 12:55 PM

২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থীদের তালিকা (BJP Candidate List) বাছাই করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থীদের তালিকা (BJP Candidate List) বাছাই করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁকে সঙ্গ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, রাজনাথ সিং সহ আরও শীর্ষ নেতৃত্বরা। রাজ্যস্তর থেকে দিলীপ ঘোষ সহ এই বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারাও। বিজেপির প্রার্থী হওয়া নিয়ে বিশেষ ফর্মুলা করেছে দল। সেখানে জয়ী বিধায়কদের প্রার্থী করার কথা বলা হয়েছে। একই সঙ্গে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের প্রার্থীও তালিকায় থাকবে বলে সূত্রের খবর।