নন্দীগ্রামে অধিকারী বনাম বন্দ্যোপাধ্যায়, দ্বৈরথ দুই পরিবারে
মমতা (Mamata Banerjee) বনাম শুভেন্দু (Suvendu Adhikari ) দ্বৈরথ। সম্মুখ সমরে দেখা যাবে বন্দ্যোপাধ্যায় ও অধিকারী পরিবারকেও।
একুশের বিধানসভা নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে নন্দীগ্রাম (Nandigram)। এই কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৮ জানুয়ারি নন্দীগ্রামের জনসভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, তিনি এই কেন্দ্র থেকে প্রার্থী হতে চান। অন্যদিকে, নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চেয়ে শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন তৃণমূলত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপি সূত্রের খবর, শীর্ষ নেতৃত্বের একাংশও চায় শুভেন্দুই নন্দীগ্রাম থেকে প্রার্থী হোক। শেষ পর্যন্ত যদি তাই হয়, তাহলে এই কেন্দ্রেই দেখা যাবে মমতা বনাম শুভেন্দু দ্বৈরথ। সম্মুখ সমরে দেখা যাবে বন্দ্যোপাধ্যায় ও অধিকারী পরিবারকেও।