অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ সিবিআই
ছুটির দিনে বেলা পৌনে দুটো নাগাদ সিবিআই-এর পাঁচ জনের একটি দল পৌঁছন ১৮৮ ‘শান্তিনিকেতন’ বাড়িতে।
কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই আধিকারিকরা। নোটিস দিতে সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে যান। বিনয় মিশ্রের সঙ্গে তাঁর যোগ থাকার তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। আগামী সপ্তাহের মধ্যেই নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছে। অভিষেকের স্ত্রী ও শ্যালিকাকেও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।
ছুটির দিনে বেলা পৌনে দুটো নাগাদ সিবিআই-এর পাঁচ জনের একটি দল পৌঁছন ১৮৮ ‘শান্তিনিকেতন’ বাড়িতে। এই বাড়িতেই থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ির বাইরে ছিল প্রচুর পুলিশ কর্মী। তদন্তকারীরা জানতে পেরেছেন, তৃণমূল যুব কংগ্রেস নেতা বিনয় মিশ্রের সঙ্গে দীর্ঘদিন ধরেই যোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এখনও পর্যন্ত বিনয় মিশ্রকে বাগে আনতে পারেনি সিবিআই। বিনয় সম্পর্কে খোঁজ খবর নিতেই সিবিআই-এর এই উদ্যোগ।
Published on: Feb 21, 2021 02:53 PM
Latest Videos