রাতভর অপেক্ষা, এল না রুজিরার উত্তর!

প্রথম নোটিসের পর এদিনই দ্বিতীয় নোটিস পাঠানোর সম্ভাবনা। সোমবার প্রথার্ধেই হয়তো কালীঘাটের ১৮৮এ, শান্তিনিকেতনে পৌঁছতে পারে সিবিআইয়ের একটি টিম।

রাতভর অপেক্ষা, এল না রুজিরার উত্তর!
গ্রাফিক্স : TV9 বাংলা
Follow Us:
| Updated on: Feb 22, 2021 | 10:54 AM

রবিবার প্রথমে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেয় সিবিআই । তারপর নোটিস পৌঁছয় তাঁর শ্যালিকার হাইল্যান্ড পার্কের বাড়িতে। প্রথম নোটিসের পর এদিনই দ্বিতীয় নোটিস পাঠানোর সম্ভাবনা। সোমবার প্রথার্ধেই হয়তো কালীঘাটের ১৮৮এ, শান্তিনিকেতনে পৌঁছতে পারে সিবিআইয়ের একটি টিম। অন্যদিকে এদিনই অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের মুখোমুখি হতে পারেন তদন্তকারীরা। কয়লা পাচারকাণ্ডে তিনিও সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন। রবিবারই রুজিরার সঙ্গে নোটিস পাঠানো হয়েছে তাঁর হাইল্যান্ড পার্কের বাড়িতেও।