CBI বনাম CID, তদন্ত রুলবুক মেনে নাকি রয়েছে রাজনৈতিক নিয়ন্ত্রণ?

ishita marick | Edited By: সৌরভ পাল

Feb 24, 2021 | 11:23 AM

তদন্তের গতিপথ কি পুলিসের রুলবুক মেনেই চলছে? নাকি রাজনৈতিক নেতারাই নিয়ন্ত্রণ করছেন সব?

Follow Us

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) রেডারে যখন ঘাসফুলের নেতারা তখন রাজ্য পুলিসের তদন্তের আওতায় পদ্মফুলের নেতারা। তদন্তের গতিপথ কি পুলিসের রুলবুক মেনেই চলছে? নাকি রাজনৈতিক নেতারাই নিয়ন্ত্রণ করছেন সব? প্রশ্ন আছে। উত্তর সহজ নয়। দেখুন টিভি নাইন বাংলার বিশেষ প্রতিবেদন।

 

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) রেডারে যখন ঘাসফুলের নেতারা তখন রাজ্য পুলিসের তদন্তের আওতায় পদ্মফুলের নেতারা। তদন্তের গতিপথ কি পুলিসের রুলবুক মেনেই চলছে? নাকি রাজনৈতিক নেতারাই নিয়ন্ত্রণ করছেন সব? প্রশ্ন আছে। উত্তর সহজ নয়। দেখুন টিভি নাইন বাংলার বিশেষ প্রতিবেদন।

 

Next Article