এলেন না আব্দুল মান্নান, বৈঠকে নেই সেকুলার ফ্রন্টও। কী হবে জোটের ভবিষ্যৎ?

Debasmita Chakraborty

|

Updated on: Mar 02, 2021 | 10:16 AM

বৈঠকে নেই আব্বাস সিদ্দিকি।

ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। প্রার্থী তালিকা প্রকাশ করার তোড়জোড় শুরু করে দিয়েছে সব দলই। ইতিমধ্যেই রাজনৈতিক শক্তি প্রদর্শনে ব্রিগেডে একত্রিত হয়েছিল বাম-কংগ্রেস, ছিলেন আব্বাস সিদ্দিকিও। কিন্তু জোটের জট কাটেনি এখনও। বামেদের সঙ্গে সমঝোতা হলেও কংগ্রেসের সঙ্গে এখনও আসন রফা হয়নি। সোমবার এই নিয়েই বৈঠকে বসল বাম ও কংগ্রেস নেতৃত্ব। জল্পনা বাড়িয়ে সেই বৈঠকে নেই আব্বাস সিদ্দিকি বা তাঁর দল আইএসএফের কোনও প্রতিনিধি।

Published on: Mar 01, 2021 06:19 PM