‘শুধু বদল নয়, এবার বদলাও হবে’। নবান্ন অভিযানে গিয়ে আঘাত পাওয়া ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার শেষকৃত্যে গিয়ে হুঙ্কার দিলেন বাম নেতা সুশান্ত ঘোষ। তৃণমূলের বিদায় শুধু সময়ের অপেক্ষা বলেও কটাক্ষ করলেন তিনি।মঙ্গলবার মইদুলের শেষকৃত্য সম্পন্ন হয়। মইদুলের বাড়িতে হাজির হয়ে তাঁর শোকাতুর পরিবারবর্গের সঙ্গে দেখা করেন এক সময়ের দাপুটে বাম নেতা। সেখানে দাঁড়িয়েই তিনি বদলা নেওয়ার হুমকি দেন শাসকদলকে উদ্দেশ্য করে।
‘শুধু বদল নয়, এবার বদলাও হবে’। নবান্ন অভিযানে গিয়ে আঘাত পাওয়া ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার শেষকৃত্যে গিয়ে হুঙ্কার দিলেন বাম নেতা সুশান্ত ঘোষ। তৃণমূলের বিদায় শুধু সময়ের অপেক্ষা বলেও কটাক্ষ করলেন তিনি।মঙ্গলবার মইদুলের শেষকৃত্য সম্পন্ন হয়। মইদুলের বাড়িতে হাজির হয়ে তাঁর শোকাতুর পরিবারবর্গের সঙ্গে দেখা করেন এক সময়ের দাপুটে বাম নেতা। সেখানে দাঁড়িয়েই তিনি বদলা নেওয়ার হুমকি দেন শাসকদলকে উদ্দেশ্য করে।