গত ১১ ফেব্রুয়ারি শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ১০টি বাম ছাত্র যুব সংগঠন। নবান্নমুখী মিছিল ডোরিনা ক্রসিংয়ে পৌঁছতেই শুরু হয় ধুন্ধুমার। অভিযোগ ওঠে, মিছিল প্রতিহত করতে লাঠি চালিয়েছে পুলিশ। সেই লাঠির আঘাতে বেশ কয়েকজন বাম কর্মী, সমর্থক জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সোমবারই কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় নবান্ন অভিযানে জখম মইদুল ইসলাম মিদ্যা (৩১) নামে ডিওয়াইএফআই কর্মীর। পরিবারের একমাত্র রোজগার ছিল মইদুলের।
গত ১১ ফেব্রুয়ারি শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ১০টি বাম ছাত্র যুব সংগঠন। নবান্নমুখী মিছিল ডোরিনা ক্রসিংয়ে পৌঁছতেই শুরু হয় ধুন্ধুমার। অভিযোগ ওঠে, মিছিল প্রতিহত করতে লাঠি চালিয়েছে পুলিশ। সেই লাঠির আঘাতে বেশ কয়েকজন বাম কর্মী, সমর্থক জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সোমবারই কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় নবান্ন অভিযানে জখম মইদুল ইসলাম মিদ্যা (৩১) নামে ডিওয়াইএফআই কর্মীর। পরিবারের একমাত্র রোজগার ছিল মইদুলের।