কৃষিতে প্রক্রিয়াকরণে জোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

ishita marick

|

Updated on: Mar 01, 2021 | 2:40 PM

কৃষকরা ( Farmers ) যেন নিজের গ্রামের কাছেই আধুনিক স্টোরেজের সুবিধা পান, সে দিকেই বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi )।

কৃষিতে প্রক্রিয়াকরণে জোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi ) । কৃষকরা ( Farmers ) যেন নিজের গ্রামের কাছেই আধুনিক স্টোরেজের সুবিধা পান, সে দিকেই বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে দেশব্যাপী কৃষক সহ আরও সংশ্লিষ্ট দফতর ও সংস্থাকে এক হয়ে কাজ করার কথা বলেন নরেন্দ্র মোদী। বাজারে আরও আরও বিকল্প পাওয়ার কথাও নিজের বক্তব্যে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ( PM Narendra Modi ) । সময়ের দাবি, দেশের কৃষকরা যেন বাজারে একাধিক বিকল্প পায়, সেদিকেই লক্ষ্য রাখতে হবে। গ্রাম থেকে শহর এবং শহর থেকে গ্রাম, কৃষি ও শিল্প সামগ্রীর আদান প্রদান হোক, সোমবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এসে এই কথাই বলেন নরেন্দ্র মোদী।

 

Published on: Mar 01, 2021 02:38 PM