বাংলার মানুষ ভয়, ভীতি, দুর্নীতির ছায়ায় রয়েছে, এই ছবি বদলাতে চাই: নিতিন গডকড়ী

ishita marick

| Edited By: সৌরভ পাল

Updated on: Mar 04, 2021 | 12:17 PM

তৃণমূল সরকারকে তুলোধনা করে বাংলায় বদলের ডাক দেন নিতিন গডকড়ী (Nitin Gadkari )।

একুশের বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়ায় সভা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari )। তৃণমূল সরকারকে তুলোধনা করে বাংলায় বদলের ডাক দেন। মোদী মন্ত্রিসভার এই সদস্য একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের নানাবিধ প্রকল্পের কথা উল্লেখ করে বাংলায়ও ‘সুদিন’ নিয়ে আসার স্বপ্ন ফেরি করেন।

 

 

Published on: Mar 03, 2021 07:02 PM