সংসদে বাংলার তারকাদের পারফরম্যান্স কেমন? দেখুন বিশেষ প্রতিবেদন
তারকারা (celebrity) কী সাধারণ মানুষের যোগ্য প্রতিনিধি নয়?
সপ্তদশ লোকসভা ভোটে বাংলা থেকে জয়ী হয়েছেন একাধিক তারকা। তৃণমূলের হয়ে রাজনীতিতে অভিষেক হয়েছে নুসরত জাহান, মিমি চক্রবর্তীর মতো তারাকাদের। পদ্ম শিবির থেকে যেমন সংসদে গিয়েছেন লকেট চট্টোপাধ্যায়ের মতো টলি তারাকারা। সংসদে এই তারকাদের পারফরম্যান্স কেমন? কত শতাংশ বিতর্কে অংশগ্রহণ করেছিলেন তাঁরা? কতগুলো প্রশ্নই বা উত্থাপিত করেছেন তারকা সাংসদরা? বিশেষ প্রতিবেদন দেখুন, টিভি নাইন বাংলায়।
Published on: Mar 04, 2021 01:10 AM
Latest Videos