West Bengal Assembly Elections 2021 । ৫ রাজ্যের ভোট ঘোষণা, বাংলায় ৮ দফা, গণনা ২ মে

Debasmita Chakraborty

| Edited By: sreejayee das

Updated on: Feb 27, 2021 | 12:36 PM

শুক্রবার দুপুর ১২ টা বাজার আগেই অপেক্ষার প্রথম দফার অবসান ঘটায় নির্বাচন কমিশন।

উনিশের পর চোখ ছিল একুশে। কারণ একটাই, বাংলা। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন (Assembly Election) নিয়ে আগ্রহ যত না বেশি, তার চেয়েও অনেক বেশি আগ্রহের কেন্দ্রে ছিল পশ্চিমবঙ্গ। শুক্রবার দুপুর ১২ টা বাজার আগেই অপেক্ষার প্রথম দফার অবসান ঘটায় নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠক ডাকা হয় বিকেল সাড়ে ৪ টেয়। সেখানেই পাঁচ রাজ্যের নির্বাচন ঘোষণা হতে পারে, তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনা। সব জল্পনায় ইতি টেনে বিকেলেই সাংবাদিক বৈঠকে বসেন সুনীল আরোরা। জানান, ৮ দফায় হবে বিধানসভা ভোট। প্রথম দফার ভোটগ্রহণ শুরু হবে ২৭ মার্চ। পাঁচটি রাজ্যেরই ফলাফল ২ মে ঘোষণা হবে।

 

Published on: Feb 26, 2021 09:14 PM