West Bengal Assembly Elections 2021 ।২৯৪ দফায় ভোট হলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন: রবীন্দ্রনাথ ঘোষ

কেন ৮ দফায় ভোটের ঘোষণা করা হল, প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

| Edited By: | Updated on: Feb 27, 2021 | 12:03 PM

বাংলায় প্রথমবার ৮ দফা বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোট ২৭ মার্চ (৩০ আসনে), দ্বিতীয় দফা ১ এপ্রিল (৩০ আসনে), তৃতীয় দফার ভোট ৬ এপ্রিল (৩১ আসনে), চতুর্থ দফার ভোট ১০ এপ্রিল (৪৪ আসনে), পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল (৪৫ আসনে), ষষ্ঠ দফার ভোট ২২ এপ্রিল (৪৩ আসনে), সপ্তম দফা ২৬ এপ্রিল (৩৬ আসনে), অষ্টম দফা ২৯ এপ্রিল (৩৫ আসনে)। মোট ২৯৪ টি আসনে ভোটগ্রহণ। ফল ঘোষণা ২ মে। কেন ৮ দফায় ভোটের ঘোষণা করা হল, প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি প্রত্যয়ী, ২৯৪ দফায় ভোট হলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন।

 

 

 

 

 

Follow Us: