কেন ভাইপোকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করছেন না মমতা দিদি?

sreejayee das

|

Updated on: Feb 11, 2021 | 7:54 PM

ফের চড়ান আওয়াজ। সওয়াল তোলেন অনুপ্রবেশ ইস্যুতে।

এবারে আক্রমণ হল আরও বেশি সূক্ষ্ম। শুরু থেকেই চড়া সুর তুলতে গিয়েছিলেন শাহ। কিন্তু সেক্ষেত্রে তাঁকে বেশ কয়েকবার বেগ পেতে হয়। কাশি হয়, খুসখুস করতে থাকে গলা। শুরুতেই বেশ কয়েকবার তাঁকে বক্তৃতা থামিয়ে দিতে হয়। জল খান, ঢোক গেলেন, কিছুটা থেমে খাদে নামিয়ে শুরু করেন বক্তৃতা। ফের চড়ান আওয়াজ। সওয়াল তোলেন অনুপ্রবেশ ইস্যুতে। অমিত শাহ বললেন, “এটা বাংলার অবস্থা পরিবর্তনের যাত্রা। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ রুখতে পারবেন না। এটা অনুপ্রবেশ বন্ধের পরিবর্তন যাত্রা। মানুষ তো দূর, পাখিও ঢুকতে পারবে না, সেই পরিবর্তন যাত্রা।”