AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market: চলতি সপ্তাহে নজর রাখবেন কোন শেয়ারগুলিতে? কোন স্টকে মিলবে বড় লাভ?

Share Market: চলতি সপ্তাহের শুরু থেকেই মোটের উপর ভাল পারফর্ম করে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার। অগস্টের ১৭ তারিখ সকালে এই শেয়ারের দাম ৫৬৬ টাকারও উপরে রয়েছে।

Share Market: চলতি সপ্তাহে নজর রাখবেন কোন শেয়ারগুলিতে? কোন স্টকে মিলবে বড় লাভ?
প্রতীকী ছবি, গ্রাফিক্স - শুভ্রনীল দেImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 12:07 AM
Share

কলকাতা: ওঠাপড়া লেগেই রয়েছে। যদিও বিগত কয়েক মাসে শেয়ার বাজারের (Share Market) মন্দা দশা চিন্তা বাড়িয়েছে বিনিয়োগকারীদের। অনেক স্টকের দরই হু হু করে পড়েছে। এক একদিনেই হাজার হাজার টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা। তবে ‘বুল রান’ কী একদমই দেখা যায়নি? গিয়েছে, তবে তা হাতেগোনা। বেনামী বেশ কিছু স্টক (Stock Market News) এই সময়ে বেশ ভালই পারফর্ম করেছে। সেখানে পরিচিত, বিখ্যাত কিছু সংস্থার স্টকও মোটের উপর ভাল লাভ দিয়েছে বিনিয়োগকারীদের। তালিকায় যেমন রয়েছে তথ্য-প্রযুক্তি সংস্থার বেশ কিছু শেয়ার, তেমনই রয়েছে ব্যাঙ্কিং সেক্টরেরও বেশ কিছু স্টক। তালিকায় রয়েছে টাটা কমিউনিকেশন, উইপ্রো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো সংস্থা। 

চলতি সপ্তাহের শুরু থেকেই মোটের উপর ভাল পারফর্ম করে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার। অগস্টের ১৭ তারিখ সকালে এই শেয়ারের দাম ৫৬৬ টাকারও উপরে রয়েছে। যা বিগত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেশি। গত ৬ মাসে এই শেয়ারের দাম ৩৫ টাকারও বেশি বেড়েছে। অন্যদিকে ওঠাপড়ার মধ্যে গত ছয় মাসে বিনিয়োগকারীদের হাতে ভাল লাভ তুলে দিয়েছে তথ্য-প্রযুক্তি সংস্থা উইপ্রো। গত ছয় মাসে এই শেয়ারের দাম প্রায় ১০ টাকারও বেশি বেড়েছে। বর্তমানে এই শেয়ারের দাম ৪১৬ টাকা।

বিগত কয়েকদিনে টাটা কমিউনিকেশনের শেয়ারের দামও ঊর্ধ্বমুখী হয়েছে। গত ৬ মাসে এই শেয়ারের দামে বড় লাফ দেখা গিয়েছে। দাম বেড়েছে ৩৭.০৭ শতাংশ। টাকার হিসাবে তা প্রায় ৫০০ টাকার কাছাকাছি। যদিও বিগত কয়েকদিনে এই শেয়ারের দামে বেশ কিছুটা পতন দেখা গত এক বছরের পরিসংখ্য়ান বলছে এখনও পর্যন্ত এই শেয়ার বিনিয়োগকারীদের পকেটে ৫৮ শতাংশের বেশি লাভ তুলে দিয়েছে। একবছরে এই শেয়ারের দাম ৬২৪ টাকারও বেশি বেড়েছে। বর্তমানে এই শেয়ারের দাম ১৭০০ টাকার আশপাশে। 

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য।  উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।