26th January Special: দেশেই নয়, বিদেশের মাটিতেও সেরার সেরা এই ৬ ভারতীয়! জানা আছে?
Hinduism: গত কয়েকবছর ধরে আমেরিকা, ইউরোপ, রাশিয়ার মতো প্রথম সারির দেশগুলিতে সনাতন ধর্ম, আধ্যাত্মিকতা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আর এর পিছনে রয়েছে আধ্যাত্মিক ধর্মীয় গুরু ও সাধকদের বিশেষ অবদান। দেশ-বিদেশে এই বিশিষ্ট ব্যক্তিদের মতাদর্শ, দর্শন, বাণীর মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষভারত সম্পর্কে আরও বেশি করে আকৃষ্ট হচ্ছে।

স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবস হল প্রতিটি দেশের এক গর্বের দিন। ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে ভারতে। এই দিনে শুধু দেশের শক্তি প্রদর্শনই নয়, জড়িয়ে রয়েছে দেশের সনাতন ধর্মও। একটু চোখ খুলে দেখলেই বুঝতে পারবেন, দেশে ছাড়িয়ে বর্তমানে হিন্দু ধর্ম প্রচার ও সংস্কৃতি নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছে। গত কয়েকবছর ধরে আমেরিকা, ইউরোপ, রাশিয়ার মতো প্রথম সারির দেশগুলিতে সনাতন ধর্ম, আধ্যাত্মিকতা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আর এর পিছনে রয়েছে আধ্যাত্মিক ধর্মীয় গুরু ও সাধকদের বিশেষ অবদান। দেশ-বিদেশে এই বিশিষ্ট ব্যক্তিদের মতাদর্শ, দর্শন, বাণীর মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষভারত সম্পর্কে আরও বেশি করে আকৃষ্ট হচ্ছে।
স্বামী বিবেকানন্দ
হিন্দু ধর্ম প্রচারকও বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে প্রথমেই যাঁর নাম আসে, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। অল্প বয়সেই তিনি আধ্যাত্মিক পথ অবলম্বন করেন এবং ধর্ম সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে থাকেন। স্বামী বিবেকানন্দ একজন বিখ্যাত ধর্মীয় নেতা ও সাধক রামকৃষ্ণ পরমহংসের শিষ্য।
স্বামী দয়ানন্দ সরস্বতী
সনাতন ধর্ম প্রচারে স্বামী দয়ানন্দ সরস্বতীর নামও এই তালিকায় অন্তর্ভুক্ত। গুজরাটের কাথিয়াওয়ারে জন্মগ্রহণ স্বামী দয়ানন্দ সরস্বতী ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন এবং দেশে ও বিদেশে সনাতন ধর্ম প্রচার করেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত।
ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ
কলকাতায় জন্মগ্রহণকারী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা ও বিদেশে হরে কৃষ্ণ আন্দোলন শুরু করেছিলেন। পাশ্চাত্য সংস্কৃতির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে, ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ১৯৬৬ সালে ইসকন প্রতিষ্ঠা করেছিলেন, যার কেন্দ্রগুলি বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছে।
পরমহংস যোগানন্দ
পরমহংস যোগানন্দ, উত্তরপ্রদেশের গোরখপুরে জন্মগ্রহণ করেন, তিনি পশ্চিমা দেশগুলিতে আধ্যাত্মিকতা এবং যোগব্যায়াম প্রচারের জন্য পরিচিত। এমনকি বর্তমানে বিশ্বের অনেক দেশেই পরমহংস যোগানন্দ সরস্বতীর অনুসারীরা তাঁর কথিত বাণী অনুসরণ করে থাকেন।
স্বামী দয়ানন্দ সরস্বতী
তামিলনাড়ুর তিরুভারুর জেলায় জন্মগ্রহণকারী, স্বামী দয়ানন্দ সরস্বতী আর্শা বিদ্যা গুরুকুলমের প্রতিষ্ঠাতা, যার কেন্দ্র রয়েছে ভারত ও আমেরিকাতে। স্বামী দয়ানন্দ শাস্বতী সারা বিশ্বে অদ্বৈত বেদান্তের শিক্ষা ছড়িয়ে দেন।
নিম করোলি বাবা
উত্তরপ্রদেশের ফিরোজাবাদে জন্ম নেওয়া নিম করোলি বাবার ভক্তরা শুধু দেশে নয় বিদেশেও রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে নিম করোলি বাবার অনেক আশ্রম রয়েছে, তবে এই সবের মধ্যে উত্তরাখণ্ডের কাইঞ্চি ধামের বিশেষ গুরুত্ব রয়েছে। গত কয়েক বছরে, ভারতের পাশাপাশি বিদেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত কাইঞ্চি ধামে নিম করোলি বাবাকে দেখতে ভারতে আসেন।
শঙ্করাচার্য স্বামী নিসচালানন্দ সরস্বতী
শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী পুরী পীঠের বর্তমান শঙ্করাচার্য এবং অদ্বৈত বেদান্তের পণ্ডিত। স্বামী নিসলানন্দ সরস্বতী দেশে ও বিদেশে সনাতন প্রচার করেন। বেদান্তের জ্ঞান প্রচারের জন্যও তিনি কাজ করেন।
শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ
শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ হলেন জ্যোতির্মথ পীঠের বর্তমান শঙ্করাচার্য এবং ২০০৬ সালে বশিষ্ঠের পদ গ্রহণ করেছিলেন। জ্যোতির্মথ পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দের দেশের পাশাপাশি বিদেশেও প্রচুর সংখ্যক অনুসারী রয়েছে।





