Navratri 2025: শুরু হয়ে গিয়েছে নবরাত্রি! অষ্টমীর দিন এই কাজ করলেই বসে থাকবেন টাকার গদিতে
নয় দিন উপবাস করে মাতৃদেবীর আরাধনা করবেন ভক্তরা। অবাঙালির কাছে চৈত্র মাসের দেবী দুর্গার আরাধনাকে চৈত্র নবরাত্রি বলা হয়। তবে বাঙালির কাছে এই পুজোকে বাসন্তী পুজো বলা হয়।

শুরু হয়ে গিয়েছে আসল দূর্গা পুজো। চৈত্র মাস অর্থাৎ বাসন্তী কালের এই পুজোই আসল দূর্গা পুজো। তাই এই পুজো আবার বাসন্তী পুজো নামেও পরিচিত। ন’দিন ধরেই চলের দেবী শক্তির আরাধনা। এই সময় ন’দিন ধরে নয় রূপে পূজিত হন দেবী। নয় দিন উপবাস করে মাতৃদেবীর আরাধনা করবেন ভক্তরা। অবাঙালির কাছে চৈত্র মাসের দেবী দুর্গার আরাধনাকে চৈত্র নবরাত্রি বলা হয়। তবে বাঙালির কাছে এই পুজোকে বাসন্তী পুজো বলা হয়।
জ্যোতিষ শাস্ত্র মতে এই সময় শুভ অষ্টমী তিথিতে বাড়িতে কিছু জিনিস আনলে তা খুব শুভ। ধেয়ে আসে সুখ-শান্তি। দূর হয় অর্থকষ্ট। জানেন কোন ৩ জিনিস ঘরে আনলে ঘুরবে ভাগ্যের চাকা?
রৌপ্য মুদ্রা
সোনা ও রৌপ্য শুভ ধাতু। চৈত্র নবরাত্রির দুর্গাষ্টমীর দিন একটি রৌপ্যমুদ্রা এনে দেবীকে নিবেদন করুন, এরপর নবরাত্রির পর বাড়ির সবচেয়ে নিরাপদ জায়গায় রেখে দিন। দুর্গার কৃপায় ঘরে কখনও সম্পদের অভাব হবে না।
ময়ুরের পালক
চৈত্র নবরাত্রির দুর্গা অষ্টমীর দিন বাড়িতে ময়ূরের পালক আনাও খুবই শুভ। সংসারের সব ঝামেলা ও কলহ দূর হয়, পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ়।
স্বস্তিকা
স্বস্তিকা খুব শুভ, আর বাড়িতে রাখলে তার শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। চৈত্র নবরাত্রির দুর্গা অষ্টমীর দিন রুপোর তৈরি স্বস্তিকা ঘরে আনা অত্যন্ত শুভ ও কার্যকরী। দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।





