AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adhik Maas Shivratri 2023: মলমাসের শিবরাত্রি আরও শুভ! মাত্র ৫ উপায়েই মিলবে শিবের অপার কৃপা

Sawan Monday: জ্যোতিষশাস্ত্র মতে, অধিকমাস শিবরাত্রিতে বেশ কিছু প্রতিকার মেনে চললে মহাদেবকে তুষ্ট করা আরও সহজ হয়ে যায়। বাড়িতে সম্পদ, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে এই দিনটি বিশেষ বলে মনে করা হয়।

Adhik Maas Shivratri 2023: মলমাসের শিবরাত্রি আরও শুভ! মাত্র ৫ উপায়েই মিলবে শিবের অপার কৃপা
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 5:20 PM
Share

জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ১৪ অগস্ট সোমবার পালিত হবে সাওয়ান আধিক মাসের শিবরাত্রি। এবছর শিবরাত্রির দিন, শ্রাবণ সোমবার ব্রতের দুর্দান্ত কাকতালীয় ঘটনা রয়েছে। এই বিশেষ দিনে শিবের নামে উপোস রাখলে একসঙ্গে দুটি উপবাসের পুণ্যলাভ করা সম্ভব। মলমাসের শিবরাত্রির জন্য প্রয়োজনীয় চতুর্দশী পালিত হবে আগামী ১৪ অগস্ট সোমবার সকাল ১০টা ২৫ মিনিট থেকে মঙ্গলবার, ১৫ অগস্ট দুপুর ১২টা ১২ মিনিট পর্যন্ত। মলমাসে শিবরাত্রির পুজোর শুভ সময় পালিত হবে সকাল ১২টা ২ মিনিট থেকে গভীর রাত ১২টা ৪৮ মিনিট পর্যন্ত।

জ্যোতিষশাস্ত্র মতে, অধিকমাস শিবরাত্রিতে বেশ কিছু প্রতিকার মেনে চললে মহাদেবকে তুষ্ট করা আরও সহজ হয়ে যায়। বাড়িতে সম্পদ, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে এই দিনটি বিশেষ বলে মনে করা হয়। শিবরাত্রিতে সর্বার্থ সিদ্ধি যোগও রয়েছে। আগামী ১৫ অগস্ট সকাল ১১টা ৭ মিনিট থেকে বিকেল ৫টা ৫০মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ থাকার ফলে শিবরাত্রির দিন যে যে প্রতিকার মেনে চললে সবতেই সফল পাওয়া যায়।

প্রতিকারগুলি কী কী

আয় বাড়াতে

যদি আয় থমকে থাকে, বা আর্থিক অবস্থা দুর্বল হয়, তাহলে শিবরাত্রির দিন বাড়িতে পুজোর ঘরে বা স্থানে পারদের তৈরি একটি শিবলিঙ্গ স্থাপন করুন। সেই শিবলিঙ্গকে একজন ভাল পুরোহিত মাধ্যমে পুজো করিয়ে  নিতে পারেন। এরপর প্রতিদিন সেই পারদ শিবলিঙ্গের পুজো করুন। এতে শিবের আশীর্বাদ পাওয়া যেমন যাবে তেমনি আয়ও বাড়তে শুরু করবে। আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থা মজবুত হবে।

বিবাহ ও সুখী বিবাহের জন্য

যদি কোনও কারণে বিয়ে পাকা হতে দেরি হয়, তাহলে শিবরাত্রির দিন গরুর দুধে কেশর মিশিয়ে নিন। তারপর ওম নমঃ শিবায় মন্ত্র বলে শিবলিঙ্গে অভিষেক করুন। এই প্রতিকারে বিবাহের যোগ তৈরি হয়। দাম্পত্য জীবনে কোনও সমস্যা এলে, এই প্রতিকার মেনে চলতে পারেন। সুখী দাম্পত্য জীবনের আশীর্বাদ পাবেন ভরপুর।

 ইচ্ছেপূরণের জন্য

যদি কোনও বিশেষ ইচ্ছা থাকে, পূরণ না হয়, তাহলে শিবরাত্রির দিন ভগবান শিবের বি্শেষ পুজো করা উচিত। পুজোর সময় ২১টি বেলপত্র নিবেদন করুন। তবে দেওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর লাল চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখুন। এই মন্ত্রটি জপ করার সময়, প্রতিটি বেলপত্র ভগবান শিবকে নিবেদন করুন। বেলপত্রের মসৃণ পৃষ্ঠ শিবলিঙ্গের সঙ্গে স্পর্শ করানো উচিত।

ধনসম্পদ

শিবরাত্রির দিনে রাত্রি প্রহরের শুভ সময়ে ভগবান ভোলেনাথের ধ্যান করুন। তারপর শ্রী শিবায় নমস্তুভ্যাম মন্ত্র জপ করার সময় শিবলিঙ্গে একটি ধুতুরা নিবেদন করুন। মন্ত্র জপ করতে থাকুন। পুজোর পর সেই ধুতুরা কাপড়ে বেঁধে ধন-সম্পদের স্থানে বা আলমারিতে রাখুন।

সন্তানসুখ

পুত্র লাভের জন্য শিবরাত্রিতে জলে চিনি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। এছাড়াও ময়দা দিয়ে ১১টি শিবলিঙ্গ তৈরি করুন। তারপর রীতি মেনে ১১ বার জল দিয়ে অভিষেক করুন। এতে সন্তানসুখ পেতে পারেন আপনি।