Vastu Tips: স্নানের পর বাথরুমের মেঝেতে ভর্তি চুল পড়ে থাকে! বাথরুমে বাস্তুত্রুটি থাকলেই অ্যাকাউন্ট হবে শূন্য
Vastu Tips for Home: জ্যোতিষশাস্ত্র বাস্তু নিয়ম মেনে চলার পরামর্শ দেয়। ঘরের বাথরুমের জন্যও বাস্তু নিয়ম মেনে চলা প্রয়োজন। বিশ্বাস করা হয় যে বাথরুম থেকে নেতিবাচক শক্তি বেশি উৎপন্ন হয়।

সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তু নিয়ম মেনে চললে একজন মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। সেই সঙ্গে অসাবধানতার কারণে ঘরের সুখ নষ্ট হয়ে যায়। অনেকেই রয়েছেন সারাক্ষণ চিন্তিত থাকেন। যতই পরিশ্রম করে থাকেন না কেন, কষ্ট , দুঃখ সব কিছুই যেন পিছু ছাড়ে না। জ্যোতিষশাস্ত্র বাস্তু নিয়ম মেনে চলার পরামর্শ দেয়। ঘরের বাথরুমের জন্যও বাস্তু নিয়ম মেনে চলা প্রয়োজন। বিশ্বাস করা হয় যে বাথরুম থেকে নেতিবাচক শক্তি বেশি উৎপন্ন হয়। এর জন্য ভুল করেও বাথরুমে এই জিনিসগুলি রাখবেন না। বাস্তু ত্রুটি তৈরি হলেই বাড়িতে সমস্যা তৈরি হয়। সেই ত্রুটিগুলি জেনে রাখলে অনেক সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হয়।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাথরুমে ভেজা কাপড় ফেলে রাখা উচিত নয়। এর মাধ্যমে বাস্তু দোষ তৈরি হয় বাথরুমে। সেই সঙ্গে ঘরেও নেগেটিভ এনার্জি তৈরি হয়। এর জন্য কখনওই বাথরুমে ভেজা কাপড় ফেলে রাখবেন না।
বাথরুমে ছেঁড়া চপ্পল রাখলে বাস্তু দোষ হয়। জ্যোতিষীদের মতে, বাথরুমে ভাঙা চপ্পল রাখলে কুণ্ডলীতে শনির অবস্থান খারাপ হয়। এ কারণে মানুষকে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এর সঙ্গে ধন-সম্পদের দেবী লক্ষ্মীও ক্রুদ্ধ হন।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাথরুমে কখনও ভাঙা প্লাস্টিকের জিনিস বা বোতল রাখবেন না। এর মাধ্যমে একজন মানুষকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বালতি বা মগ ভেঙ্গে গেলে সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে।
প্রায়শই মহিলারা স্নানের পর ভাঙ্গা চুল বাথরুমে ফেলে রাখেন। এমনটা একদমই করবেন না। এমনটা করা বাস্তুশাস্ত্রে নিষিদ্ধ। বাথরুমে ঝরে যাওয়া চুল রাখলে তা বাস্তুদোষ ধরা হয়। এই কারণে একজন ব্যক্তি তার ইচ্ছানুযায়ী জীবনে উন্নতি করতে সক্ষম হয় না।
ঘরের বাথরুমে ভাঙা আয়না রাখা শুভ নয়। কাচ ভেঙে গেলে তা বদল করে রাখুন। অবহেলার কারণে আর্থিক সংকটের দিকে বয়ে নিয়ে যায়।
