AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kartik Puja 2024: বাড়িতে কার্তিক ফেললে কী হয় জানেন? অজান্তে কোনও ভুল করবেন না কিন্তু!

Kartik Puja 2024: সন্তান লাভ ছাড়াও একাধিক কারণে কার্তিক পুজো করা হয়ে থাকে। কার্তিক ঠাকুর হলেন যুদ্ধের দেবতা।

Kartik Puja 2024: বাড়িতে কার্তিক ফেললে কী হয় জানেন? অজান্তে কোনও ভুল করবেন না কিন্তু!
| Updated on: Nov 16, 2024 | 12:40 PM
Share

কার্তিক মাসের সংক্রান্তির দিন বাংলার বহু জায়গায় পূজিত হন দেবসেনাপতি কার্তিক। কেউ বলেন তিনি চিরকুমার। আবার এই নিয়ে দ্বন্দ্ব‍ রয়েছে। কারণ নবদম্পতিদের বাড়িতে সন্তান লাভের আশায় কার্তিক ফেলার চল বহু পুরনো। সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে এই রীতি। তবে কেবল সন্তান লাভের আশাতেই কি বাড়িতে কার্তিক ফেলা হয়? না কি আছে অন্য কোনও কারণ? জানেন বাড়িতে কার্তিক ফেললে কী হয়?

প্রচলিত ধারণা অনুসারে, সন্তান লাভের জন্যই কার্তিক পুজো করা হয়। মনে করা হয়, নববিবাহিত বা নিঃসন্তান দম্পতিরা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের কোলে ফুটফুটে কার্তিকের মতন পুত্রসন্তানের জন্ম নেবে। তাই মজার ছলে, পরিচিতরা কার্তিক পুজোর আগে নববিবাহিতদের বাড়িতে ঠাকুর ফেলে চলে যায়।

পুরাণ অনুসারে কার্তিককে ‘দেবসেনাপতি’ বলা হয়। তবে তাঁর নামের কারণ কিন্তু দেব সেনার ‘সেনাপতি’ হওয়ার জন্য নয়। বরং তিনি দেবসেনার পতি তাই কার্তিক ‘দেবসেনাপতি’। দেবসেনা ছিলেন ব্রহ্মা মানস কন্যা। তাঁকেই বিয়ে করেন কার্তিক।

ব্রহ্মবৈবর্তপুরাণ মতে ব্রহ্মা ও সাবেত্রীর কন্যা হলেন দেবী ষষ্ঠী। দেবসেনাপতিই হলেন দেবী ষষ্ঠী, কার্তিকের স্ত্রী। দেবী ষষ্ঠী হলেন জন্মসূত্রের দেবী। সন্তানদের রক্ষা করা ও আগলে রাখাই মূল উদ্দেশ্য। সেই কারণেই সন্তানলাভের আশায় কার্তিক পুজো করা হয়।

কিন্তু, সন্তান লাভ ছাড়াও একাধিক কারণে কার্তিক পুজো করা হয়ে থাকে। কার্তিক ঠাকুর হলেন যুদ্ধের দেবতা। তাই মনে করা হয়, কার্তিক পুজো করলে যে কোনও যুদ্ধ জয় করা সম্ভব। শত্রুর হাত থেকে রক্ষা পেতেও কার্তিকের পুজো করতে পারেন।