AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vaastu Tips: রান্নাঘরে ভুলেও উলটো করে রাখবেন না এইসব জিনিস! ঘোর দুর্ভোগ ডেকে আনছেন নিজেই

Vaastu Tips: এখানে রাখা প্রতিটি জিনিসের অবস্থান ও রীতি শুভ বা অশুভ প্রভাব ফেলতে পারে। তাই বাস্তুশাস্ত্র মতে এখানে বাসনপত্র রাখার সময় কিছু নিয়ম বিশেষ করে মেনে চলা ভাল। নাহলে বাস্তুদোষ তৈরি হতে পারে। কোন কোন জিনিস ভুলেও রাখবেন না উলটো করে।

Vaastu Tips: রান্নাঘরে ভুলেও উলটো করে রাখবেন না এইসব জিনিস! ঘোর দুর্ভোগ ডেকে আনছেন নিজেই
| Updated on: Aug 14, 2025 | 1:12 PM
Share

বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘর শুধু খাবার তৈরির স্থান নয়, এটি পরিবারের স্বাস্থ্য, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিরও কেন্দ্র। তাই এখানে রাখা প্রতিটি জিনিসের অবস্থান ও রীতি শুভ বা অশুভ প্রভাব ফেলতে পারে। তাই বাস্তুশাস্ত্র মতে এখানে বাসনপত্র রাখার সময় কিছু নিয়ম বিশেষ করে মেনে চলা ভাল। নাহলে বাস্তুদোষ তৈরি হতে পারে। কোন কোন জিনিস ভুলেও রাখবেন না উলটো করে।

১। ধাতুর বাসন – বিশেষ করে স্টিল, পিতল বা তামার থালা হলে তা কখনও উলটো করে রাখা উচিত নয়। এতে অন্নের দেবী অন্নপূর্ণার প্রতি অসম্মান করা হয়। বাড়িতে অন্নের অভাব হতে পারে। অর্থনৈতিক টানাপোড়েন দেখা দিতে পারে বলে বিশ্বাস। বিশেষত থালা পুজোর হলে কখনও উল্টো রাখা উচিত নয়।

২। হাঁড়ি ও পাতিল – হাঁড়ি বা পাতিল উল্টো করে রাখলে বাস্তু মতে জলতত্ত্ব ভারসাম্যহীন হয়। এতে বাড়ির সদস্যদের মধ্যে অশান্তি, মানসিক চাপ ও সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে। এছাড়া হাঁড়ির ভেতরের অংশ উল্টো রাখলে ধুলো ও জীবাণু জমে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

৩। গ্লাস, কাপ ও মগ – বাস্তু মতে, গ্লাস বা কাপ মুখ নিচের দিকে করে রাখা ‘অতিথি বারণ’-এর প্রতীক। এতে বাড়িতে অতিথি আগমন কমে, সামাজিক সম্পর্ক দুর্বল হয়। তবে রান্নাঘরের আলমারিতে ধুলো থেকে বাঁচানোর জন্য কাপ বা গ্লাস হালকা কাত করে রাখা যেতে পারে, কিন্তু পুরোপুরি উল্টো করে নয়।

৪। কড়াই ও ফ্রাইপ্যান – কড়াই বা ফ্রাইপ্যান উল্টো করে রাখলে অগ্নিতত্ত্ব-এর উপর নেতিবাচক প্রভাব পড়ে। এটি রান্নার মান খারাপ করা, খাবারে অরুচি এবং আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে বলে বাস্তুতে ধরা হয়। কড়াই সবসময় সোজাভাবে বা হালকা কাত করে রাখতে বলা হয়।

৫। ঢাকনা – পাত্রের ঢাকনা উল্টো করে রাখলে তা অসম্পূর্ণতা ও অপচয়ের প্রতীক। বাস্তু মতে, এটি অর্থ সঞ্চয়ে বাধা দেয় ও গৃহস্থালিতে অব্যবস্থা বাড়ায়। ঢাকনা সবসময় সোজাভাবে রাখা শুভ বলে মনে করা হয়।

৬। পুজোর বাসন বা নৈবেদ্যের থালা – যে বাসন দিয়ে নৈবেদ্য বা প্রসাদ পরিবেশন করা হয়, তা উল্টো রাখা অশুভ বলে ধরা হয়। এতে পূজার ফল হ্রাস পেতে পারে এবং ইতিবাচক শক্তি কমে যায়। এই ধরনের বাসন ব্যবহারের পর ধুয়ে কাপড় দিয়ে মুছে সোজাভাবে রাখাই উত্তম।