AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandi Outside Shiva Temple: শিব মন্দিরের সামনে কেন নন্দীর মূর্তি থাকে? জানুন পৌরাণিক কাহিনি

Mythology: যেখানেই শিব সেখানেই নন্দী। শিবের মন্দিরের সামনে কিংবা শিবের মূর্তির সামনে হাঁটু মুড়ে বসে থাকে নন্দী।

Nandi Outside Shiva Temple: শিব মন্দিরের সামনে কেন নন্দীর মূর্তি থাকে? জানুন পৌরাণিক কাহিনি
| Edited By: | Updated on: Dec 02, 2022 | 6:10 AM
Share

হিন্দু ধর্মের প্রধান দেবতাদের তালিকায় সবার উপরে রয়েছেন স্বয়ং মহাদেব। ভারতের বিভিন্ন জায়গায় শিবমন্দির রয়েছে। আর এই সব মন্দিরের বাইরে কিংবা শিবের মূর্তির সামনে রয়েছে নন্দীর মূর্তি। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শিবের পুজো এবং দর্শনের যেমন গুরুত্ব রয়েছে, তেমনই নন্দীর সেবা করলেও পুণ্য লাভ করা যায়। শিবের বাহন বলা হয় নন্দীকে। সে মহাদেবের সহচর। যেখানেই শিব সেখানেই নন্দী। শিবের মন্দিরের সামনে কিংবা শিবের মূর্তির সামনে হাঁটু মুড়ে বসে থাকে নন্দী। শিবের বাসস্থানের প্রবেশদ্বারের রক্ষীর দায়িত্ব পালন করে এই নন্দী। কিন্তু সব সময় কেন শিবের সামনে নন্দী থাকে? এর পিছনে কী ধর্মীয় গুরুত্ব রয়েছে? জেনে নিন…

পুরাণে যা লেখা…

শিলাদ মুনি ব্রহ্মচারী হওয়ার কারণে, রাজবংশের অবসান দেখে তাঁর পূর্বপুরুষরা উদ্বিগ্ন হতে শুরু করেন। মুনি যোগ ও তপস্যায় ব্যস্ত থাকার কারণে গৃহকর্তা আশ্রম গ্রহণ করতে চাননি। শিলাদ মুনি ভগবান ইন্দ্রকে তাঁর তপস্যায় সন্তুষ্ট করেছিলেন এবং তাঁর কাছে জন্ম ও মৃত্যুমুক্ত পুত্র লাভের বর চান। কিন্তু ইন্দ্র ঋষিকে বলেছিলেন যে, তিনি বর দিতে অক্ষম। তিনি তাঁকে পরামর্শ দেন যে ভগবান শিবের তপস্যা করতে, কারণ জন্ম ও মৃত্যু থেকে মুক্ত হওয়ার বর দেওয়ার অধিকার একমাত্র মহাদেবেরই রয়েছে। শিবের মহিমায় ঋষি শিলাদ একটি পুত্র লাভ করেছিলেন, যার নাম ছিল ‘নন্দী’।

ভগবান শঙ্কর মিত্র ও বরুণ নামে দুজন ঋষিকে শিলাদের আশ্রমে পাঠিয়েছিলেন যারা নন্দীর সংক্ষিপ্ত জীবনের কথা বলেছিলেন। নন্দী এ কথা জানতে পেরে মহাদেবের পূজা করে মৃত্যুকে জয় করতে বনে যান। দিনরাত তপস্যা করে ভগবান শিব নন্দীর কাছে আবির্ভূত হন।

শিবজী নন্দীকে তার ইচ্ছার কথা জিজ্ঞেস করলেন, তখন নন্দী বললেন আমি সারাজীবন শুধু তোমার সঙ্গেই থাকতে চাই। মহাদেব তাঁকে জড়িয়ে ধরলেন। মহাদেব নন্দীকে একটি ষাঁড়ের মুখ দিয়েছিলেন এবং তাঁকে তাঁর বাহন, তাঁর বন্ধু, তাঁর গণের সেরা হিসাবে গ্রহণ করেছিলেন। এর সঙ্গে তিনি নন্দীকে অমর হওয়ার বরও দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি বরও দিয়েছিলেন যে যখনই শঙ্করের যে কোনও মূর্তি স্থাপন করা হবে, তার সামনে নন্দী থাকা বাধ্যতামূলক, অন্যথায় সেই মূর্তিটি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে।

শিব বেশিরভাগ সময় ধ্যানে মগ্ন থাকে। তাঁর তপস্যা যাতে ভগ্ন না হয়, তার জন্য নন্দী সবসময় সচেতন অবস্থায় থাকেন। এমনটা বিশ্বাস করা হয় যে যদি কারো ইচ্ছা নন্দীর কানে উচ্চারিত হয়, তাহলে সে অবশ্যই ভগবান শিবের কাছে পৌঁছায়। এটাও একটি বিশ্বাস যে ভগবান শিব স্বয়ং নন্দীকে এই বর দিয়েছিলেন যে, যে ভক্ত নন্দীর কানে শুদ্ধ চিত্তে তাদের ইচ্ছা বলবেন তার সমস্ত ইচ্ছা অবশ্যই পূরণ হবে।