Janmashtami 2023: চাকরিতে নেই উন্নতি, বাড়ছে না কোনও আয়ও! জন্মাষ্টমীতে লক্ষ্মীকে বশে আনতে মানুন এই ৮ উপায়

Remedies on Janmashtami: যদি ঘরে দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কট ও তা নিয়ে রোজগার ঝামেলা-অশান্তি সৃষ্টি হয়, জন্মাষ্টমীর দিন সকালে স্নান করে শ্রীকৃষ্ণ মন্দিরে ভগবানকে হলুদ ফুলের মালা ও হলুদ রঙের বস্ত্র অর্পণ করতে পারেন।

Janmashtami 2023: চাকরিতে নেই উন্নতি, বাড়ছে না কোনও আয়ও! জন্মাষ্টমীতে লক্ষ্মীকে বশে আনতে মানুন এই ৮ উপায়
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 6:29 PM

জন্মাষ্টমী উপলক্ষে ঘর সাজিয়ে নিয়ম-কানুন মেনে পুজো করলে কৃষ্ণ প্রসন্ন হন। তুষ্ট হয়ে টাকা-পয়সার বর্ষণ করেন। শাস্ত্রে আরও বলা হয়েছে যে এ দিনে বেশ কিছু বিশেষ অজানা প্রতিকার মেনে চললে ধন-সম্পদের দেবী লক্ষ্মীও প্রসন্ন হন। অনেক সময় দেখা যায়, বহু চেষ্টার পরেও আয় না বাড়ে, চাকরিতে উন্নতির চেষ্টা করেও বারবার বিফল হচ্ছেন, তাহলে জন্মাষ্টমীতে ৭জন কন্যাকে বাড়িতে নিমন্ত্রণ করে সম্মানের সঙ্গে ক্ষীর বা ছানার সাদা রঙের মিষ্টি খাওয়াতে পারেন। এরপর টানা পাঁচ শুক্রবার মেয়েদের ক্ষীর বা সাদা মিষ্টি খাওয়ানো উচিত। এতে গৃহে ধনলক্ষ্মীর বাস হয়।

যদি ঘরে দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কট ও তা নিয়ে রোজগার ঝামেলা-অশান্তি সৃষ্টি হয়, জন্মাষ্টমীর দিন সকালে স্নান করে শ্রীকৃষ্ণ মন্দিরে ভগবানকে হলুদ ফুলের মালা ও হলুদ রঙের বস্ত্র অর্পণ করতে পারেন। তার জেরে জীবনে অলৌকিক পরিবর্তন আসতে পারে।

দীর্ঘদিন ধরে চাকরি ও কর্মক্ষেত্রের পরিবেশে টেনশন থাকলে জন্মাষ্টমীর দিন কপালে চন্দনের তিলক লাগাতে পারেন। তারপর কপালে গোলাপজল দিয়ে এক বিন্দু কেশর লাগাতে পারেন। প্রতিদিন এই নিয়ম মেনে চললে মন শান্ত ও স্নিগ্ধ হতে পারে। সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে।

দেবী লক্ষ্মীকে খুশি করতে, জন্মাষ্টমীতে একটি কলা গাছ লাগান ও প্রতিদিন  তাতে জল নিবেদন করতে পারেন। কলা গাছে ফল ধরতে শুরু করলে তা সকলকে বিলি করে দিতে পারেন। তবে নিজে ওই কলা কখনও খাবেন না।

লক্ষ্মীকে বশে রাখতে, জন্মাষ্টমীতে তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন ও প্রতিদিন এর যত্ন নিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের নিবেদনে তুলসী পাতা রাখতে হবে।

জন্মাষ্টমী উপলক্ষে দক্ষিণাবর্তি শঙ্খে জল ভরে ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করুন। এই প্রতিকার করলে লক্ষ্মী ভীষণ তুষ্ট হয়। ঘরে ধন-সম্পদে ভরে ওঠে, সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে।

জন্মাষ্টমী উপলক্ষে উত্তর-পূর্ব দিকে গরুর ঘিয়ের একটি প্রদীপ জ্বালিয়ে ওম বাসুদেবায় নমঃ মন্ত্র ১১ বার জপ করতে পারেন।ভগবানের ধ্যান করুন নিষ্ঠাভরে।

জন্মাষ্টমী উপলক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণকে পান অর্পণ করুন। পানের পাতায় শ্রী লিখে ভল্টে রাখুন। এই প্রতিকারের ফলে বাড়িতে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা সবসময় বজায় থাকবে।